ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সভাপতির ব্যবহারে আশাহত

পাঁচ মাসেই বিরক্ত ফাহিম বিসিবি ছাড়তে চান

পাঁচ মাসেই বিরক্ত ফাহিম বিসিবি ছাড়তে চান

দেশের ঘরোয়া ক্রিকেটে স্বনামধন্য কোচ নাজমুল আবেদিন ফাহিম। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালরা যখনই সমস্যায় পড়েন তখই ছুটে যান এই গুরুর কাছে। তাতে মিলে যায় সমাধান। কোচিংয়ের পেশার পাশাপাশি সংগঠকের ভূমিকায় যাওয়ার ইচ্ছে তার বহুদিনের। সে লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে লড়াইও করেন তিনি। কিন্তু হেরে যান। তবে জুলাই অভ্যুত্থানে সরকার বদলের পর তার ইচ্ছে পুরণ হয়। বনে যান বিসিবির পরিচালক। দায়িত্ব পান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের। কিন্তু মাত্র পাঁচ মাসেই বোর্ডের দায়িত্ব ছাড়তে চান এই প্রবীন কোচ ও সংগঠক। গতকাল রোববার গণমাধ্যমে খবর বের হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদের দুর্ব্যবহারের কারণে পদত্যাগ করতে চান ফাহিম। তিনি বলেন, ‘হয়তো বলতে পারি যেভাবে প্রত্যাশা করেছিলাম সেরকম না হলে আমি সেরকম (পদত্যাগ) চিন্তা-ভাবনা করব। একদম কি বলেছি সেটা এখন মনে করতে পারছি না।’ জানা গেছে বিপিএলে ঢাকা পর্ব চলাকালে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবেদীন ফাহিমকে অপদস্থ করেন ফারুক আহমেদ। কোনো একটি বিষয়ে ফাহিমকে বিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন, ‘ইউ এক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান? আসেন বানায় দেই।’ এভাবে অপদস্থের বিষয়টি মেনে নিতে পারছেন না ক্রিকেট কোচ ফাহিম।

তিনি বলেন, ‘বিসিবি সভাপতির সেই মন্তব্য আমি পুনরায় বলতে চাই না। তবে সেটি আমাকে খুবই আশাহত করেছে। আমি জানিনা কেন তিনি এতগুলো মানুষের সামনে এমন মন্তব্য করলেন। পরিচালকদের যে জায়গা দেয়া দরকার, সেটি কতটা বিসিবি প্রেসিডেন্ট দিতে চান, তা স্পষ্ট নয়। আমার কথা কিছুটা ভিন্ন হতে পারতো। কারণ, আমরা দুজনই নতুন এসেছি। সেখানে আমাদের মধ্যে একসাথে কাজ করার যে ব্যাপারটা, সেখানে এ ধরনের মন্তব্য সমীচীন নয়।’

গত আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বোর্ডে আসেন নাজমুল আবেদীন ফাহিম। একই সময়ে বোর্ডে আছেন ফারুক আহমেদ। দুইজনই ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বোর্ডে এসেছেন। গত কয়েক মাস ধরে এই দুই জনকেই সবচেয়ে বেশি সরব দেখা গেছে। অথচ এর মধ্যেই নিজেদের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে। ফারুকের বিরুদ্ধে অভিযোগ- তিনি বোর্ড পরিচালকদের স্বাধীনভাবে কাজ না করতে দেয়ার পাশাপাশি তাদের মতামত উপেক্ষা করেন।

এ পরিস্থিতিতে বিসিবিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ফাহিম বলেছেন, ‘অনেক সময় মনে হয়, বোর্ডের বাইরে থাকাই ভালো। বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি, তা এখানে থেকে সম্ভব নয়। যদি বোর্ডে থাকি, তবে আমাকে কাজ করার সুযোগ দিতে হবে। তা না হলে পদে থাকা অর্থহীন।’ ফাহিমের মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন বিসিবি নিয়ে নানা বিতর্ক চলছে। বিপিএলের টিকিট সংকট নিয়ে দর্শকদের বিক্ষোভ, গেট ভাঙচুর, আগুন দেয়া এসব ঘটনায় এর মধ্যেই বোর্ডের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত