ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নেপাল গেলেন চার কাবাডি খেলোয়াড়

নেপাল গেলেন চার কাবাডি খেলোয়াড়

ঘোষণা দিয়েও ফ্রাঞ্চাইজি কাবাডি লিগের আয়োজন করতে পারেনি বাংলাদেশ কাবাডি ফেডারেশন। তাই ভারতের প্রো-কাবাডিই ছিল লাল সবুজের খেলোয়াড়দের একমাত্র ভরসা। এবার সেই ক্ষেত্র বাড়ল। ১৭ জানুয়ারি কাঠমান্ডুতে শুরু হচ্ছে নেপাল কাবাডি লিগ। সেখানে খেলবেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। রোববার চারজন কাঠমান্ডুর উদ্দেশ্যে উড়াল দিয়েছেন। বাকি দু’জন যাবেন ১২ জানুয়ারি। দেশের কাবাডি অবস্থা তথৈবচ। এশিয়ান গেমসে পদক হাতছাড়া হয়েছে অনেক আগেই। পুরুষরা হরিয়েছে ২০১০ গুয়াংজু এশিয়াডে এবং মেয়েরা হারিয়েছে ২০১৮ জাকার্তায়। হাংজু এশিয়ান গেমসে হিমালয়কণ্যার দেশটিকে পুরুষরা হারালেও পরাজয় মেনে ব্রোঞ্জ পদকটিও হাতছাড়া হয় মেয়েদের। তাই জাতীয় খেলা হলেও দক্ষিণ এশিয়ান গেমসে এখন ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আমাদের। আগের কমিটি ঢাকায় ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের জন্য দুয়েকবার ঘোষণাও দিলেও তা বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের স্বপ্ন আর বাস্তবে রুপ দিতে পারেননি কর্তারা। তাই ভারতের প্রো-কাবাডি লিগই ছিল বাংলাদেশেল কাবাডি খেলোয়াড়দের সবেধন নীলমনি। যদিও সেখানে খেলতে গিয়ে রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হয় আমাদের খেলোয়াড়দের। ভারতের পর ছয় দল নিয়ে নেপাল এখন আয়োজন করছে ফ্রাঞ্চাইজি কাবাডি লিগ। যেখানে খেলবেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। কাল কাঠমান্ডুতে যাওয়া খেলোয়াড়রা হলেন- মিজানুর রহমান (কাঠমান্ডু মেভারিকস), ইয়াসিন আরাফাত (ধানগাদি ওয়াইল্ড-কেটস), মনিরুল চৌধুরী ও সবুজ মিয়া (পোখরা লেকার্স)। ১২ জানুয়ারি যাবেন শাহ মোহাম্মদ শাহান ও রোমান হোসেন (হিমালয়ান রাইডার্স)। অভিজ্ঞদের মতে, এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধার করতে হলে ভারত, পাকিস্তান ও ইরানের মতো দলের বিপক্ষে এবং ওইসব দেশের ফ্রাঞ্চাইজিতেই বাংলাদেশের খেলা উচিত। তাহলে ভালো কিছু শিখতে পারবে বাংলাদেশ। ভারতের প্রো-কাবাডি লিগের নিলামে খেলোয়াড়রা নিজেদের পারিশ্রমিক সম্পর্কে জানলেও নেপালের লিগে নিজেদের পারিশ্রমিক সম্পর্কে কিছুই জানেন না তারা। ১২ জানুয়ারি কাঠমান্ডুগামী রোমান হোসেনের কথা, ‘আমরা কি পাবো কিছুই জানি না। সব আমাদের ফেডারেশন ও সাধারন সম্পাদক (এসএম নেওয়াজ সোহাগ) জানেন। নেপাল এটা ফ্ল্যাশ করেনি। হয়তো বিদেশিদের একটি এমাউন্ট দেবে। যা আমাদের জানানো হয়নি।’ নেপালে খেলে বাংলাদেশের কি লাভ হবে? এমন প্রশ্নের উত্তরে জাতীয় দলের সাবেক অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘খুব একটা খারাপ হবে না। ওরা অনেকেই নতুন, সেখানে খেলে কিছু শিখতে পারবে। অনেকগুলো ম্যাচ খেললে তাদের মানসিক শক্তিও বাড়বে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত