সৌদি আরবে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দল পায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটার। পরিক্ষিত হয়েও জায়গা পাননি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের মতো তারকা। ভারতে উপেক্ষিত হয়ে পাকিস্তানের দিকে ঝুকছে টাইগাররা। এ বছর আইপিএলের পাশাপাশি অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আইপিএলে দল না পাওয়া খেলোয়াড়দের আগ্রহ বেড়েছে পিএসএলের প্রতি। বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের সঙ্গে এবারের ড্রাফটে জায়গা পেয়েছেন ৮ জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে আছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। আগামী শনিবার পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে। এটি প্রথমবারের মতো গোয়াদারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে লাহোর, ইসলামাবাদ ও দুবাইয়ে ড্রাফট আয়োজন করা হয়েছিল। এবারের ড্রাফটে ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আইপিএলে দল না পাওয়া অনেক তারকাই পিএসএলের দিকে ঝুঁকেছেন। বিদেশি তারকাদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও টিম সাউদি, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, ইংল্যান্ডের জেসন রয় এবং আফগানিস্তানের মোহাম্মদ নবী। পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হলেও এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থাকার কারণে তা পিছিয়ে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত আয়োজনের পরিকল্পনা করেছে পিসিবি। একই সময়ে চলবে আইপিএলের ১৮তম আসর। পিএসএল র্ফ্যাঞ্চাইজিগুলো ড্রাফটের আগে সর্বোচ্চ ৮ খেলোয়াড় ধরে রাখার সুযোগ পেয়েছে। ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৮ জন করে খেলোয়াড় রেখে দিয়েছে। করাচি কিংস, মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি ধরে রেখেছে ৭ জন করে। পিএসএলের এবারের আসরে আইপিএলের সঙ্গে সমান্তরাল প্রতিযোগিতা জমজমাট উত্তেজনা সৃষ্টি করবে, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে থাকবে বিশেষ নজর।