ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণটা নিজেদের হাতেই ছিল। সিডনি টেস্টে ভারতকে হারালেই লর্ডসের ফাইনালের টিকেট নিশ্চিত অস্ট্রেলিয়ার। ভারতের সামনেও ছিল একই সমীকরণ। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের অঘোষিত সেমিফাইনাল বনে গিয়েছিল বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচটা। এবার পারল না সফরকারীরা। দীর্ঘ ১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হেরে গেল ভারত। ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ফলে তারা বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। তবে সফরকারিদের জন্য বড় ধাক্কা হয়ে আসে অধিনায়ক জাসপ্রিত বুমরার চোট। দলের দরকারে ব্যাট হাতে নামলেও বোলিং করতে পারেননি তিনি। ফলে এ পুঁজি নিয়ে লড়াই ভারতের পক্ষে কঠিন হয়ে যায়। সবশেষ ২০১৪ সালে বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত