বোর্ডার-গাভাস্কার ট্রফি এবারের মতো অস্ট্রেলিয়াতেই থাকছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ স্বাগতিকদের হাতে ট্রফি তুলে দিয়েছেন অজি কিংবদন্তি অ্যালান বোর্ডার। কিন্তু স্টেডিয়ামে উপস্থিত থেকেও ডাক পাননি সুনীল গাভাস্কার। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার হিসেবেই অস্ট্রেলিয়ায় আছেন গাভাস্কার। পুরো সিরিজে টেলিভিশনের পর্দায় দেখা গেছে তাকে। কয়েক সপ্তাহ ধরে দুই দল যে ট্রফির জেতার জন্য লড়াই করল, সেটি গাভাস্কার ও বোর্ডারের নামেই নামাঙ্কিত। ট্রফিটি গতকাল রোববার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে তুলে দিয়েছেন বোর্ডার। কিন্তু পুরস্কার মঞ্চে ডাক পাননি গাভাস্কার।
পুরস্কার বিতরণের সময় মাঠেই ছিলেন গাভাস্কার। কিন্তু আয়োজকরা তাকে ডাকেনি। এ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘ফলাফল যাই হোক, ট্রফি দেয়ার সময় মঞ্চে থাকলে ভালো লাগতো। এটা তো বোর্ডার-গাভাস্কার ট্রফি। এর সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় ও অস্ট্রেলীয় ক্রিকেটার সমর্থকদের আবেগ। আমি মাঠেই ছিলাম। কিন্তু মঞ্চে যাওয়ার ডাক পেলাম না।’ তবে আয়োজকদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, অস্ট্রেলিয়া জিতলে গাভাস্কারকে ডাকা হবে না। আবার ভারত সিরিজ জিতলে ডাকা হতো না বোর্ডারকেও। এটি জেনেও হতাশ গাভাস্কার বলেন, ‘এবারের ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। এটি কোনো ইস্যু নয়। ওরা ভালো খেলেছে বলেই জিতেছে। কিন্তু শুধু ভারতীয় হওয়ায় আমি ওদের হাতে ট্রফি তুলে দেয়ার সুযোগ পেলাম না। আমি খুশি হতাম, যদি আমার পুরোনো বন্ধু বোর্ডারের সঙ্গে মঞ্চ ভাগ নিতে পারতাম।’