অবশেষে দল পেলেন মোসাদ্দেক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। এক সময়ে জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন তিনি। উশৃঙ্খল জীবন যাপন আর বাজে পারফরম্যান্সের কারণে বর্তমানে জাতীয় দল থেকে অনেকটাই দূরে এ অলরাউন্ডার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দল পাননি তিনি। অবশেষে কপাল খুলেছে তার। চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস মোসাদ্দেক হোসেনকে অন্তর্ভুক্ত করেছে। ফলে সিলেট পর্বেই মাঠে নামতে পারেন ২৯ বছর বয়সী এ অলরাউন্ডার। তাকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট। আসিফ হাসানের বদলি হিসেবে দলে ভেড়ানো হয়েছে মোসাদ্দেককে।

সিলেট পর্ব থেকে তিনি খেলবেন ঢাকার হয়ে। গতকাল সোমবার অনুশীলনে যোগ দিয়েছেন এ অলরাউন্ডার। অনুশীলনে যোগ দেয়ার পর হেড কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে লম্বা আলাপে দেখা গেছে তাকে। ব্যাট ও বল হাতেও অনুশীলন সেরেছেন। কিন্তু ড্রাফট থেকে দল না পাওয়ার পর কতটা হতাশ ছিলেন মোসাদ্দেক? উত্তরে তিনি বলেন, ‘হতাশা তো অবশ্যই। এটা আমি এনসিএল টি-টোয়েন্টির সময়ও বলেছিলাম যে, হতাশাজনক আমার জন্য (দল না পাওয়া)। ওই সময়টাতে সামনে যে খেলাগুলো ছিল, সেগুলোর ওপর ফোকাস করছিলাম। ওই সময় যে খেলাগুলো ছিল তাই খেলছিলাম।’ মোসাদ্দেক বলেন, ‘আসলে ওই আশাটা ছিল যে হয়তো একটা সুযোগ আসতে পারে। সেটা যখন এসেছে, অবশ্যই ভালো লাগছে। একটা সুযোগ নতুন করে আবার ভালো খেলার। ভালো খেলার সুযোগ যদি এখানে থাকে, এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ আসবে।’

দলে কীভাবে অবদান রাখতে চান? প্রশ্ন ছিল মোসাদ্দেকের কাছে। তিনি বলেন, ‘এটা হতে পারে। একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যদি দল মোমেন্টাম না পায়, তাদের জন্য একটু কঠিন হয়।’