বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে বগুড়ায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার
ব্যবস্থাপনাপয় টুর্নামেন্টের ২০২৪-২৫ (বিভাগীয় পর্যায়ের) উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ গেম ডেভোলেপমেন্ট বিসিবি জাভেদ ইসলাম তাপস। এ সময় উপস্থিত ছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা কোচণ্ড মাহমুদ হাসান রিফাত। সারাদেশে ৪টি ভেন্যুতে একযোগে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হবে।