বিদায়ী বছরের ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়িয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে নভেম্বর মাস থেকেই চলমান আসরকে ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছিল বিসিবি। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবারের বিপিএলকে পরিচালনার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মাঠের বাইরে বেশ কিছু বিতর্কিত ঘটনা ঘটলেও মাঠের খেলায় এসেছে তৃপ্তি। বিশেষ করে অন্য যেকোনো আসরের তুলনায় এবারে মাঠে দেখা যাচ্ছে রানে বন্যা। ঢাকা পর্ব শেষ করে বিপিএল এখন সিলেটের মাটিতে। সেখানেও প্রথম দিনে দেখা মিলেছে রানের। অ্যালেক্স হেলস পেয়েছেন শতকের দেখা। তবু বিপিএল নিয়ে আলোচনা চলছে। দিনদুয়েক আগেই বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছিলেন, সিলেট, চট্টগ্রাম এবং ঢাকার ফিরতি পর্বে আরো কিছু দিতে চান দর্শকদের। সেটাই হয়ত হচ্ছে বাংলাদেশ আম্পায়ার শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে। বর্তমানে সারাবিশ্বে আলোচনার কেন্দ্রে থাকা এই আম্পায়ার এবার পা রাখছেন দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত বিগত কয়েক বছরে দেশে-বিদেশে কুড়িয়েছেন ব্যাপক সুনাম। সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে যশস্বী জয়সওয়ালকে দুর্দান্ত জাজমেন্টে আউট দিয়ে আবারো এসেছিলেন স্পটলাইটে। আর বিপিএলে নামী এই আম্পায়ার আসছেন আগামী ১০ জানুয়ারি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র।
দেশে পৌঁছানোর পর বিশ্রাম শেষে ১৬ জানুয়ারি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত। এদিকে এবারের বিপিএলে মাঠের দায়িত্বে সবমিলিয়ে রয়েছেন ১২ জন আম্পায়ার। এর মধ্যে ১০ জন দেশি এবং ২ জন বিদেশি আম্পায়ার। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন ৫ জন। এবারের আসরে উন্নতমানের ডিআরএস থাকলেও দেখা যায়নি স্পাইক্যামেরা, ব্যাগিক্যামেরা।