দ্বি-স্তরের টেস্ট নিয়ে মুমিনুলের আপত্তি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
পুরোনো ইস্যুতে ফের উত্তাল ক্রিকেট দুনিয়া। দ্বি-স্তরের টেস্ট কাঠামো নিয়ে দুই ভাগ ক্রিকেট বিশ্ব। চলতি জানুয়ারির শেষ সপ্তাহের বৈঠকে বসবেন আইসিসির কর্মকর্তারা। তখনই হয়তো এনিয়ে সিদ্ধান্তে আসবে বলে ধারণা করছেন অনেকেই। সেই সভায় আইসিসি প্রেসিডেন্ট জয় শাহের সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান মাইক বাইর্ড ছড়াও ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসন। বিগ থ্রির তিন বিগ বস দ্বি-স্তরের টেস্ট কাঠামো নিয়ে আলোচনা করবেন। বলা হচ্ছে নতুন এই কাঠামোতে প্রথম ভাগে বিগ থ্রি মানে বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থাকবে। আরও চার দেশ পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাও যোগ দিতে পারে। স্তরের আরেক দিকে থাকবে বাকি ৫ দেশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ছাড়াও আছে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেখুন এটা আমার জন্য হতাশার। আমি কোনো দলকে ছোট বা বড় বলছি না, আমি জানি না আমরা দ্বিতীয় স্তরে ভালো খেললেও প্রথম স্তরে উঠতে পারব কি না।’ মুমিনুল আরো যোগ করেন, ‘এক্ষেত্রে আমার তো মনে হয় টেস্ট ম্যাচের সংখ্যা কমে যাবে। এটা টেস্ট খেলোয়াড়দের জন্য বেশ হতাশার।