ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ইতিহাস

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ইতিহাস

দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে তামিম ইকবাল। ২০২৩ সালের সেপ্টেম্বরের পরে আর লাল সবুজ জার্সি গায়ে জড়াননি ড্যাশিং এ ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ঘরোয়া টুর্নামেন্টে তার ব্যাটে চলছে রানের ফোয়ারা। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত রান করছেন সাবেক অধিনায়ক। ব্যাটিংয়ে বাংলাদেশের অনেক রেকর্ডই নিজের দখলে রেখেছেন তামিম ইকবাল। সেই তালিকায় যোগ হলো আরেক মাইলফলক। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৮ হাজার রান করলেন তামিম। গতকাল বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৭৯৯১ রান নিয়ে খেলতে নেমেছিলেন বাংলাদেশ ওপেনার। ৩৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪০ রান করার পথে ৮ হাজার ছুঁয়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৪ তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন বাংলাদেশ ওপেনারের। ৮ হাজারে পা রাখতে তামিমের লাগলো ২৭১ ইনিংস। দ্রুততম হিসেবে ৮ হাজারি ক্লাবের ৩৪ ব্যাটারের মধ্যে তামিমের অবস্থান ৮ নাম্বারে। ম্যাচ শুরুর আগে ৮ হাজার রান থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তামিম। ২৭২তম টি-টোয়েন্টিতে এসে বাঁহাতি ওপেনার দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন। ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলে রংপুরের অফ-স্পিনার মেহেদী হাসানের ডেলিভারিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরে ৮ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩২.৯১ গড়ে তার মোট রান ৮ হাজার ৩১, যেখানে স্ট্রাইক রেট ১২১.২৭। চারটি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। জাতীয় দলের হয়েও তামিমের ব্যাটে রয়েছে ১ হাজার ৭৭৮ রান। বিপিএলে তার রানসংখ্যা ৩ হাজার ৫৮৩, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। তামিম ইকবালের এই অর্জন শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ার নয়, দেশের ক্রিকেটের জন্যও একটি গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। টি-টোয়েন্টিতে ৮০০০ এর কীর্তি যে বাংলাদেশে একমাত্র তারই! জাতীয় দল বাদে তামিম স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন ২২টি দলে। এর মধ্যে নিজের বিভাগীয় ও বিসিবির দল বাদে রয়েছে বিপিএল, কাউন্টি দল, পিএসএল, এলপিএল, সিপিএল, নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল। এছাড়া আইসিসি ওয়ার্ল্ড ইলাভেন ও ওয়ার্ল্ড ইলাভেনের হয়েও টি-টোয়েন্টি খেলেছেন দেশের ক্রিকেটের সফলতম এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান ব্যাটিং দানব ক্রিস গেইলের। ৪৬৩ ম্যাচে ১৪ হাজার ৫৬২ রান করেছেন ক্যারিবীয় এই তারকা ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দুই নম্বরে সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ৪৪৪ ম্যাচে ৪০৮ ইনিংসে ৭ হাজার ৪৩৮ রান করেছেন। এই ফরম্যাটে মাহমুদউল্লাহর রান ৩০৫ ইনিংসে ৬ হাজার ০৯০। মুশফিকুর রহিম ২৫৯ ইনিংসে করেছেন ৫ হাজার ৮৮২ রান। ৪ হাজার ৯২৫ রান নিয়ে লিটন আছেন পাঁচ নম্বরে। তিনি ইনিংস খেলেছেন ২১৯টি। বিপিএলে তামিমের রান সবার উপরে। ১০৮ ইনিংসে তামিম ৩ হাজার ৫৫৬ রান করেছেন। পরের তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম (৩ হাজার ৩২৪), মাহমুদউল্লাহ (২ হাজার ৫৮৬), এনামুল হক (২ হাজার ৫৬৯) ও সাকিব আল হাসান (২ হাজার ৩৯৭)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত