জুলাই বিপ্লবের পর দেশজুড়ে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তাতে বদলে গেছে অনেক কিছুই। সংস্কার কার্যক্রমের মাঝে দেশের ক্রীড়াঙ্গনেও পরিবর্তন এসেছে। দলগুলোও যেন বদলে গেছে। ঘরোয়া ফুটবল মৌসুমে এবার অন্য এক ‘ফর্টিস এফসি’র দেখা মিলেছে। চলমান ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে চমক দেখিয়েছে তারা। ৩ ম্যাচ খেলে দু’টি জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে তারা। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে ফর্টিস। এই ম্যাচে জয় পেলেই পরের পর্ব নিশ্চিত হয়ে যাবে তাদের। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে দুপুর ২.৪৫ মিনিটে অনুষ্ঠেয় ম্যাচে ফর্টিসের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। একই সময়ে একই গ্রুপের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনাতে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব খেলবে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে। বিগত মৌসুম থেকে এবার একটু ভিন্ন আঙ্গিকে মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপ। এবারের টুর্নামেন্টে থাকছে না কোন সেমিফাইনাল। ফাইনালে খেলতে আগে পার হতে হবে কোয়ালিফিকশন রাউন্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে প্রথম দুইটি কোয়ালিফায়ার্স ম্যাচ। কোয়ালিফায়ার্স ১ এ খেলবে ‘এ’ এবং ‘বি’ গ্রুপের দুই চ্যাম্পিয়ন দল। কোয়ালিফায়ার্স ২ এ খেলবে দুই গ্রুপের রানার্সআপ দুই দল। কোয়ালিফায়ার্স ১ এর বিজয়ী দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার্স ৩ এর বিজয়ী দল, যেই ম্যাচটি খেলবে কোয়ালিফায়ার্স ১ এর পরাজিত ও কোয়ালিফায়ার্স ২ এর চ্যম্পিয়ন দল। তাই ফাইনালে খেলতে হলে আগে গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থেকে পরের পর্ব নিশ্চিত করতে হবে। সেই রেসে ‘বি’ গ্রুপ থেকে অনেকটাই এগিয়ে আছে ফর্টিস। যেহেতু গ্রুপ পর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। তাই আজ তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ফর্টিস। আজ ব্রাদার্সকে হারিয়ে দিতে পারলে ১০ পয়েন্ট হবে ফর্টিসের। গ্রুপের অন্যদলগুলো বাকি সব ম্যাচ জিতলেও ১০ পয়েন্ট অর্জন করতে পারবে না। তাই শেষ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করতে পারলে আজই কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত হয়ে যাবে তাদের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পুলিশ ফুটবল ক্লাবের সঙ্গে গোলশূন্য (০-০) ড্র করে ফর্টিস। পরের ম্যাচে শক্তিধর বসুন্ধরা কিংসকে ২-০ গোলে হারিয়ে চমক দেখায়। এর পর দুর্বল প্রতিপক্ষ ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলে জিতে তারা। আজকের ম্যাচের প্রতিপক্ষ ব্রাদার্স ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরার কাছে ১-০ গোলের হার। দ্বিতীয় ম্যাচে ওয়ান্ডারার্সকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল গোপীবাগের দলটি।