এফএ কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। রেড ডেভিলদের বিপক্ষে এই ম্যাচে একচেটিয়া আধিপত্য বজায় রেখে খেলেছে গানাররা। তুমুল আক্রমণাত্মক ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি গানাররা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে বাদ পড়ে মিকেল আর্তেতার দল। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ হারের হতাশার মাঝে বড় হুমকি পেয়েছেন হ্যাভার্টজ। তার স্ত্রী জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনাগত সন্তানকে হত্যার হুমকি দেয়া হয়েছে! জার্মান ফুটবলার হাভার্টজে স্ত্রী সোফিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাকে আর আমার গর্ভস্থ সন্তানকে খুনের হুমকি দেয়া হচ্ছে। এক জন লিখেছেন, আমাদের বাড়িতে এসে দু’জনকে খুন করবেন। আবার এক জন প্রার্থনা করেছেন, আমার সন্তান যেন নষ্ট হয়ে যায়। এই ঘটনায় আমরা আতঙ্কিত। কী করব বুঝতে পারছি না।’ তিনি আরো লিখেছেন, ‘খেলায় হার-জিত থাকেই। কেউ ইচ্ছা করে হারে না। খেলোয়াড়দের একটু সম্মান করুন। সবার ব্যক্তিগত জীবন আছে। পরিবার আছে। এই ধরনের কথায় এক জন ফুটবলারের মনের কী অবস্থা হয় সেটা বোঝার চেষ্টা করুন।’
এফএ কাপের ম্যাচে ৫২ মিনিটের মাথায় ব্রুনো ফের্নান্দেসের গোলে এগিয়ে যায় ম্যানইউ। ৬১ মিনিটে লাল কার্ড দেখেন দলটির দিয়োগো দালত। তার পরেই গ্যাব্রিয়েল সমতা ফেরান। ৬৯ মিনিটে আর্সেনালকে এগিয়ে দিতে পারতেন মার্টিন ওডেগার্ড। হাভার্টজকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় আর্সেনাল। কিন্তু ওডেগার্ডের শট বাঁচিয়ে দেন বায়িন্দির।