‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, স্লোগানে সরকার ঘোষিত তরুণ্যের উৎসবে যোগ দিতে এক সঙ্গে দুটি টুর্নামেন্টের আয়োজন করছে জিমন্যাস্টিক্স ফেডারেশন।
জাতীয় সিনিয়র এবং প্রথমবারের মতো জাতীয় যুব (অ-১৮) জিমন্যাস্টিক্স আয়োজন করতে যাচ্ছে তারা। আগামী ২০ থেকে ২৩ জানুয়ারি ঢাকায় হবে এই আসর। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৮ (যুব) ও সিনিয়র এই দুই বিভাগে বিকেএসপি, ঢাকা, আনসার, দিনাজপুর, কোয়ান্টাম কসমো স্কুলসহ দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের জিমন্যাস্টরা অংশ নেবেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল বলেন, ‘সরকারের ঘোষিত তরুণ্যের উৎসবে নিজেদের শামিল করতে আমরা এক সঙ্গে দুটি টুর্নামেন্টের আয়োজন করছি। চার দিনের এই দুই টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।’ এছাড়া ফেব্রুয়ারিতে আন্তঃস্কুল জিমন্যাস্টিক্সও করার ইচ্ছা রয়েছে তাদের। জুনে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য চলছে জাতীয় দলের ক্যাম্পও।