ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

হামজাকে নিয়ে জামালের উচ্চাশা

হামজাকে নিয়ে জামালের উচ্চাশা

অনেক দৌড়ঝাঁপের পর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম দল লেস্টার সিটিতে খেলা এই তারকার আসার খবরে প্রাণ ফিরেছে দেশের ফুটবলে। জোয়ার বইতে শুরু করেছে ভাটার ফুটবলে। সমর্থকদের মধ্যেও বাড়তি উন্মাদনা দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি মুখ ফিরিয়ে নেয়া পৃষ্ঠপোষকরাও আগ্রহ দেখাতে শুরু করেছেন। আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই লাল সবুজের জার্সিতে অভিষেক হতে পারে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। ফলে দেশের ফুটবলে হাজমাকে নিয়ে প্রত্যাশা যেন আকাশচুম্বী। জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও দেশের জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তিকে বিশাল ব্যাপার মনে করছেন। গতকাল শনিবার সকালে শুরু হওয়া বাফুফে-এএফসি এ- ডিপ্লোমা কোচিং কোর্সের প্রথম পার্ট করতে আসা জামাল উচ্চাশা প্রকাশ করেন হামজাকে নিয়ে। তার কথা, ‘হামজার খেলা আমাদের দেশের জন্য অনেক বড় একটা বিষয়।

উনি সর্বোচ্চ পর্যায়ে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন। হামজাসহ এমন আরো তিন-চারজন থাকলে দেশের ফুটবলের জন্য অনেক ভাল হবে।’ পারিবারিক কারনে গত নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেননি জামাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে কোনো দলের সঙ্গে ছিলেন না তিনি। বিদেশি কোনো লিগেও সুযোগ হয়নি। এই সময়টা কীভাবে পার করছেন এই মিডফিল্ডার? জামাল বলেন, ‘এতদিন আমি ডেনমার্কে ছিলাম। ওখানে স্থানীয় পর্যায়ের একটি ক্লাবে খেলেছি, অনুশীলন করেছি।’ বিপিএল ফুটবলের প্রথম লেগে কোন দল পাননি। দ্বিতীয় লেগে কোন দলে তাকে দেখা যাবে কিনা? এমন প্রশ্নের উত্তরে জামালের কথা, ‘আগামী দশ দিনের মধ্যে সেটা জানাতে পারব। ক্লাবগুলো সঙ্গে আলোচনা চলছে।’

এদিকে এএফসি ‘এ’ ডিপ্লোমা কোর্সের এক ফাঁকে বাফুফে একাডেমির উদীয়মান ফুটবলারদের সঙ্গে সময় কাটিয়েছেন। সেখানে হামজা চৌধুরী ছাড়াও নানা বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক। বাফুফে ভবন সংলগ্ন টার্ফে জামাল উদীয়মান ফুটবলারদের সঙ্গে হাত মিলিয়েছেন। জার্সি ছাড়াও ফুটবলের ওপর অটোগ্রাফ দিয়েছেন। তাদের স্বপ্নের তারকার সামনে থাকতে পেরে জামালও উচ্ছ্বসিত।

তারপর নিজের অভিব্যক্তি ভাগাভাগি করে নিতে গিয়ে জামাল বলেছেন, ‘এটা ভালো লাগছে। এখানে অনেক বাচ্চা আছে। তাদের মধ্যে স্বপ্ন আছে। আমিও এক সময় ওদের মতো ছিলাম। আজকে ওদের মধ্যে যে উচ্ছ্বাস দেখলাম, তা ভালো লেগেছে। আমার তো ওদের সময় ছোট থাকতে আইডল ছিল। হয়তো ওরা আমাকে আইডল মানে। তবে আমি বলবো ওদের যা স্বপ্ন আছে, তা নিজে নিজে ফলো করতে হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত