ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সৌদিতে ক্যাম্প করতে চান কাবরেরা

গত দুই বছরের মতো এবারও সৌদিতে ক্যাম্প করতে চাই
সৌদিতে ক্যাম্প করতে চান কাবরেরা

নতুন চুক্তি। নতুন মিশন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই দিয়ে নতুন করে যাত্রা শুরু হবে এই কোচের। সেই যাত্রার প্রস্তুতির পরিকল্পনা নিয়েই এখন কাটছে তার সময়। গতকাল সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন কৃত্রিম টার্ফে দাঁড়িয়ে নিজের পরিকল্পনার কথাই জানালেন কাবরেরা, ‘গত দুই বছরের মতো এবারও সৌদিতে ক্যাম্প করতে চাই। ক্যাম্পের সময় ও খেলোয়াড় সংখ্যা এখনো নির্ধারণ হয়নি।’ ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের ভেন্যু হতে পারে মেঘালয়ের শিলংয়ে। সেখানের আবহাওয়া প্রচুর ঠান্ডা। মধ্যপ্রাচ্যে গরম আবহাওয়ায় অনুশীলন করে শিলংয়ের মতো ঠান্ডা আবহাওয়ায় ম্যাচ খেলতে হবে। পুরোপুরি বিপরীত আবহাওয়া। কেমন হবে? কোচের কথা, ‘সৌদির তায়েফে সন্ধ্যার পর তাপমাত্রা দশ ডিগ্রি ছিল। সন্ধ্যায় সৌদিতে তাপমাত্রা কমই থাকবে। ফলে আবহাওয়ায় সমস্যা হবে না। আমরা ভারতেও ৩-৪ দিন আগে যাব।’ ২৫ মার্চের ওই ম্যাচে লন্ডন প্রবাসী হামজা চৌধুরীর খেলার সম্ভাবনা রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলায় বাংলাদেশ ম্যাচের খুব বেশি আগে আসতে পারবেন না। এই স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে মানিয়ে নেয়াটা কঠিন হলেও এতে সমস্যা দেখছেন না কোচ, ‘আসলে সে অত্যন্ত বড় মাপের খেলোয়াড়। সব পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। আমার সঙ্গে এখনো যোগাযোগ হয়নি তার।’ এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে প্রস্তুতি ক্যাম্প কবে নাগাদ শুরু হবে সেটি নিশ্চিত নন কাবরেরা। ‘ক্যাম্প শুরুর দিনক্ষণ নিয়ে এখনো নিশ্চিত নই আমি। আশা করি ফেব্রুয়ারিতে। আসলে ম্যাচের আগে আমরা প্রস্তুতির জন্য অন্তত চার সপ্তাহ সময় পেতে চাই। হামজা কবে আসবে সে ব্যাপারে আমার মনে হয়, কর্তৃপক্ষ আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারবে, আমি আসলেই এ বিষয় জানি না। তবে, সম্ভবত ফিফা উইন্ডো যখন খুলবে (তখন সে আসবে)।’

২০২২ সালে কাবরেরা যখন প্রথম এসেছিলেন তখন থেকে বাংলাদেশের ফুটবলে কিংসের দাপট। জাতীয় দলে প্রাথমিক স্কোয়াডের অর্ধেকই থাকত কিংসের ফুটবলার। এবার চলতি মৌসুমে কিংস খুব সংকটে। তার কথা, ‘লিগ টেবিলে অনেক পিছিয়ে কিংস। তাদের দেশি খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো। আবাহনী ও মোহামেডানেও দেশি ফুটবলাররা ভালো করছে।’ চলমান প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন কোচ কাবরেরা। সেখানে স্থানীয় অনেকের পারফরম্যান্স মুগ্ধ করেছে তাকে। বিশেষ করে, বাংলাদেশ পুলিশ এফসির ফরোয়ার্ড আল আমিন লিগের প্রথম পর্বের আট ম্যাচে পাঁচ গোল করেছেন। জাতীয় দলের আক্রমণভাগের মূল অস্ত্র রাকিব হোসেন ক্লাবের হয়ে জালের দেখা পেয়েছেন চার বার। উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত প্রবলভাবে দিয়েছেন দুই গোল করে। তরুণ মজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোভার গোল ৩টি করে। চলতি লিগে চমক দেখাচ্ছে মোহামেডান। আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সাদাকালো জার্সিধারীরা।

বিদেশি ফুটবলার ছাড়াই আলো ছড়াচ্ছে আবাহনী, ১৯ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। লিগ টেবিলে শিরোপাধারী বসুন্ধরা কিংসের ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকাটা কাবরেরা দেখছেন ঘরোয়া ফুটবলে বাকবদল হিসেবে। ‘স্থানীয় কোচিং স্টাফদের নিয়ে ঘরোয়ার ম্যাচগুলো আমরা অনুসরণ করেছি। হাসান ও মেহেদী ফেডারেশন কাপের ম্যাচগুলো অনুসরণ করেছে। ঘরোয়ার ম্যাচগুলো দেখে আমি বসুন্ধরা কিংস ও মোহামেডান, আবাহনী, এমনকি ফর্টিসের স্থানীয় খেলোয়াড়দের নিয়ে খুশি। আমি বিশ্বাস করি, তারা যথেষ্ট ভালো করেছে।’ বাংলাদেশের কোচ বলেন, ‘আবাহনী পুরোপুরি স্থানীয় ফুটবলারদের নিয়ে খেলছে।

লিগ টেবিলে শীর্ষে আছে মোহামেডান, যেটা আমি মনে করি, বাংলাদেশের ফুটবলের জন্য ভালো। এটা ঠিক যে, এখানকার ফুটবল বাকবদলের মধ্য দিয়ে যাচ্ছে, বসুন্ধরা কিংসের পারফরম্যান্সের মান কমেছে, তা সত্ত্বেও স্থানীয় ফুটবলাদের পারফরম্যান্স নিয়ে আমি খুশি।’ এশিয়ান কাপে এবারের গ্রুপিং নিয়ে স্প্যানিশ কোচ বলেন, ‘২০২২ সালের তুলনায় গ্রুপ সহজ। তবে এই দলগুলোও (ভারত, সিঙ্গাপুর ও হংকং) শক্তিশালী। গত বছর শক্তিশালী দলগুলোর বিপক্ষে হোমে যে পারফরম্যান্স করেছিলাম সেটা হলে আমরা আশা করতে পারি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত