জাতীয় স্কুল ক্রিকেট শুরু

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ভবিষ্যতের মাশরাফি-সাকিবদের খুঁজে বের করতে শুরু হলো প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট। এই আসরে সারা দেশের ৩৫১টি স্কুল অংশ নেবে। যেখানে ৬৪ জেলায় মোট ৫৮৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে এই টুর্নামেন্ট শুরুর কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সারা দেশের ১০টি জেলায় শুরু হয়েছে এই টুর্নামেন্ট। এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এসকে ফাহিম সিনহা ও প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ চৌধুরী। এই টুর্নামেন্ট নিয়ে ফাহিম সিনহা বলেছেন, ‘এবারের প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটে আগের তুলনায় ট্যালেন্ট স্কাউটিং বাড়াবো। আমরা নিশ্চিত করবো, প্রতিটা ভেন্যুতে জেলা কোচ বা তাদের প্রতিনিধিরা যেন প্রতিটা খেলায় মাঠে থাকে এবং প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে। এর পাশপাশি স্কুলে যে ক্রিকেট কোচ বা গেম টিচার আছেন, তাদের জন্য আমরা ওরিয়েন্টেশন কোর্সেরও ব্যবস্থা করছি। দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টকে সফল করতে সংশ্লিষ্ট যারা আছেন, সবার সহযোগিতা কামনা করছি।’

এ দিন বিসিবিকে ধন্যবাদ জানিয়ে প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী বলেছেন, ‘স্কুল ক্রিকেট আমাদের জন্য অনেক বড় আবেগের জায়গা। দশ বছর ধরে এই টুর্নামেন্টের সঙ্গে আছে প্রাইম ব্যাংক। এর বড় একটা প্রভাব আমরা দেখেছি স্কুল ক্রিকেট খেলা প্রায় দশ বারোজন ক্রিকেটার আছেন, যারা সর্ব্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছেছেন। দেশের ক্রিকেটের সামগ্রিক যে এগিয়ে চলা এবং তাতে তৃণমূল পর্যায়ের যে অবদান, তাতে যুক্ত থাকতে পেরে প্রাইম ব্যাংক আনন্দিত এবং গর্বিত। একই সঙ্গে বিসিবিকে সাধুবাদ এমন একটা টুর্নামেন্ট সফলভাবে পরিচালনার জন্য।’

এবারের টুর্নামেন্টের সারা দেশের ৩৫১টি স্কুল অংশ গ্রহণ করেছে। জেলা রাউন্ডে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৫৮৫টি। বিভাগীয় পর্যায়ে অংশ নেবে ৬৪ জেলার চ্যাম্পিয়ন দল। সেখানে ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় পর্যায়ে ১৬ দলের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে ১৫টি ম্যাচ। আজ শুরু হয়েছে জেলা পর্যায়ের ম্যাচ। এরপর পর্যাক্রমে হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা।