এবারের বিপিএলে তামিম ইকবালের মেজাজ হারানোর দৃশ্য যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। অ্যালেক্স হেলস ও সাব্বির আহমেদের সঙ্গে মেজাজ হারানোর পর চলমান আসরে ফরচুন বরিশাল অধিনায়ককে আরো একবার রাগান্বিত রূপে দেখা গিয়েছিল গত রোববারের ম্যাচে। চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচটিতে সতীর্থ ওপেনার ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির সূত্রে আউট হয়েছিলেন তামিম। এরপরেই কিছুটা রাগত চাহনি দেখা গেছে তার চেহারায়। মালানকেও ওই সময় কিছু একটা বলতে শোনা যায়। সতীর্থ বিদেশি ক্রিকেটারের সঙ্গে তামিমের এমন আচরণ নিয়ে চলছিল আলোচনা। আর এবার সেটার উত্তর দিয়েছেন তিনি নিজেই। আজ সোমবার ফেসবুকে এক স্ট্যাটাসে জানালেন, মালানের সঙ্গে কিছুই হয়নি তার। একই দিনে মালান নিজেও জানালেন তামিমের সাথে কি হয়েছিল মাঠে।
গতকাল সোমবার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মালান বলেন, ‘একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেলো। আমি পরে বিপক্ষ দলের অন্য প্লেয়ারের সাথে কথা বলছিলাম। আমার সাথে ওর কোনো সমস্যা নেই। এরকম কোনো ইস্যু কখনো ছিল না, রাগ করে কোনো শব্দ বলিনি।’ ‘আসলে আউটের পরে আমি হতাশ ছিলাম। প্রতিপক্ষের একজন ক্রিকেটার আউটের পর আমার কাছে এসে কিছু মন্তব্য করলো। আমি সেটার জবাব দিয়েছি। তবে সবাই মনে করছে তামিমকে আমি কিছু বলেছি এটা পুরোপুরি মিথ্যা কথা। আপনি চাইলে পুরো দলকে জিজ্ঞেস করে দেখতে পারেন সবাই জানে।’