বদলে গেলো রাজশাহীর অধিনায়ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে বদলে গেলো দুর্বার রাজশাহীর অধিনায়ক। এনামুল হক বিজয়ের জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদেকে। বিপিএলে অবশ্য অধিনায়ক বদল করা নতুন কিছু নয়। তবে এবারের বিপিএলে প্রথম দল হিসেবে অধিনায়ক বদল করলো রাজশাহী। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। আগের দিনই সেঞ্চুরি করেছিলেন এনামুল হক বিজয়। দলকে জেতাতে না পারায় সংবাদ সম্মেলনে হয়ে পড়েছিলেন আবেগি।

তাই বিজ্ঞপ্তিতে এনামুলকে নিয়ে বলা হয়েছে, ‘খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।’

এবারের বিপিএলে ৮ ইনিংসে ৫৪ গড় ও ১৪১.৪৮ স্ট্রাইক রেটে ১ সেঞ্চুরিসহ ৩২৪ রান করেছেন এনামুল হক বিজয়, যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। আর সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় পাঁচে এখন রাজশাহী। প্লে-অফের জন্য বিশেষ কিছুই করতে হবে তাদের। এ নিয়ে বিজ্ঞপ্তিতে রাজশাহী বলেছে, ‘এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদ। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। আমরা আশা করি, টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।’