ফেডারেশন কাপ

ড্র করলেই কোয়ালিফাইং রাউন্ডে আবাহনী-রহমতগঞ্জ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে আজ মাঠে নামবে গ্রুপ ‘বি’ এর শীর্ষে থাকা দুই দল ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ। দুপুর পৌনে টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনী খেলবে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবের বিপক্ষে। একই সময়ে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী লিমিটেড। এদিন ড্র করলেই কোয়ালিফাইং রাউন্ড নিশ্চিত হয়ে যাবে শীর্ষের দুই দলের। ‘বি’ গ্রুপের ৫ দলের মধ্যে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়ে গেছে গত আসরের রানার্স আপ দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এবারের টুর্নামেন্টের বাইলজের ভিন্নতার কারণেই মূলত বাদ পড়েছে মোহামেডান। পয়েন্ট সমান হলে এবার গোল গড় বিবেচনা না করে দেখা হচ্ছে হেড টু হেড এ জয়ও হার। অন্য ৪ দলের মধ্যে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। এই দুই দলই এখন পর্যন্ত খেলেছে দু’টি করে ম্যাচ। হাতে আছে আর ২ ম্যাচ। ৩ ম্যাচ খেলে তৃতীয় স্থানে আছে মোহামেডান। চতুর্থ স্থানে থাকা ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবও দুই ম্যাচ খেলেছে তাদের ১ পয়েন্ট। যেহেতু প্রতিটি দল গ্রুপ পর্বে ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, তাই দুই ম্যাচ হাতে থাকায় তাদেরও কাগজে কলমে স্বপ্ন বেঁচে আছে পরের রাউন্ডের। ৩ ম্যাচ খেলে ১ পয়েন্ট সংগ্রহ করেছে চট্টগ্রাম আবাহনী। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদেরও। টেবিলে পয়েন্টের হিসেবে আজ ড্র করতে পারলেই পরের পর্ব নিশ্চিত হয়ে যাচ্ছে আবাহনী ও রহমতগঞ্জের। আজ ড্র করতে পারলে তাদের হবে ৭ পয়েন্ট। আবাহনীর সঙ্গে হারলে এমনকি ড্র করলেও পরের রাউন্ডের স্বপ্ন শেষ ইয়ংম্যান্সের। কারণ তখন তাদের হবে ২ পয়েন্ট। পরের ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৫ পয়েন্ট। তাই টুর্নামেন্টে টিকে থাকতে আজ আবাহনীকে হারানোর বিকল্প নেই ইয়ংম্যান্সের।

এখন দেখে নেয়া যাক এই টুর্নামেন্টে ইয়ংম্যান্সের কতটা শক্ত প্রতিপক্ষ আবাহনী। নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারায় আকাশী-নীলরা। পরের ম্যাচে চীরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকেও ১-০ গোলে হারিয়ে দেয় আবাহনী। অন্যদিকে ইয়ংম্যান্স প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরেছে ৬-০ গোলের ব্যবধানে। পরের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ২-২ গোলের ড্র করে তারা। তাই নামে, ভারে, শক্তিমত্তাতে সব দিক থেকেই ইয়ংম্যান্স থেকে অনেক এগিয়ে আবাহনী। অন্যদিকে শীর্ষে থাকা রহমতগঞ্জের সামনে তলানীতে থাকা চট্টগ্রাম আবাহনীর লড়াইটাও যে অসমই হবে তা বলার অপেক্ষা রাখেনা। তাই আজ আবাহনী ও রহমতগঞ্জ সহজ প্রতিপক্ষই পেয়েছে। শুধু একটু ধৈর্য্য নিয়ে ম্যাচ খেলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষা টেবিলের শীর্ষে থাকার দুই দলের।