ঢাকা ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বিপিএলের পরেই সাকিব-তামিমের লড়াই

বিপিএলের পরেই সাকিব-তামিমের লড়াই

বিপিএলের মাঝেই জাতীয় দলের পার্ট পাকাপাকিভাবে চুকেছে তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে মাঠের বাইরে থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সেরা ব্যাটার। তবে ক্রিকেট থেকে বিদায় নেয়ার সুযোগ নেই। জাতীয় দল ছেড়ে এবার সাবেক ক্রিকেটারদের লিজেন্ডস লিগে খেলবেন তামিম। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে লিজেন্ড নাইন্টি লিগ। যেখানে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় যুক্ত হতে হয়েছেন জাতীয় দল থেকে সদ্য অবসর নেয়া তামিম ইকবাল। এই ওপেনারকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ স্কোয়াড। লিজেন্ড নাইন্টির প্রকাশিত একটি ভিডিওতে এই তথ্য নিশ্চিত করেছেন তামিম নিজেই। তিনি বলেন, ‘সবাইকে স্বাগত। লিজেন্ডস নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত