শীর্ষেই থাকছে মোহামেডান

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

রাজনৈতিক পট পরিবর্তনের পর ভিন্ন আঙ্গিকে শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের মৌসুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলও আগের আসরগুলোর তুলনায় একটু আলাদা। এবার বিদেশিদের চেয়ে পারফরম্যান্সে এগিয়ে দেশিরাই। আবাহনীর মতো দল খেলছে বিদেশি ছাড়াই। বসুন্ধরা কিংসে আগের মতো বিদেশি ফুটবলাররা জ্বলে উঠতে পারছে না। ফলে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হতে যাচ্ছে আগামীকাল শনিবার। আজ থেকে শুরু হচ্ছে নবম রাউন্ডের খেলা। এদিন প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচটি খেলতে যাচ্ছে গত লিগের রানার্স আপ দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা আট জয়ে টেবিলের শীর্ষে সাদা-কালোরা। আজ হারলেও টেবিলের শীর্ষে থেকেই প্রথম পর্ব শেষ করতে পারবে আলফাজ আহমেদের শিষ্যরা। দুপুর পৌনে ৩টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হোম ম্যাচে মোহামেডান প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দুর্বল ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবকে। একই সময়ে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। দিনের অন্য ম্যাচটিও হবে একই সময়ে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাব খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে। আজ প্রিমিয়ার লিগের তিনটি লড়াইয়ের মধ্যে দু’টি ম্যাচে একেবারেই অসম লড়াই হতে যাচ্ছে। কুমিল্লায় নিজেদের হোম ভেন্যুতে খেলবে মোহামেডান। ৮ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট অর্জন করেছে অপরজিত সাদা-কালোরা। যেহেতু প্রথম পর্বে প্রতিটি দলের একটি করে ম্যাচই বাকি রয়েছে তাই এই লেগে আর মোহামেডানকে ছুঁয়ে দেখা সম্ভব না বাকি ৯টি দলের কারোর পক্ষেই। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীরই ১৯ পয়েন্ট। অর্থাৎ তারা যদি নিজেদের শেষ ম্যাচটিতে জয় নিয়েও মাঠ ছাড়ে তাদের সর্বোচ্চ ২২ পয়েন্ট অর্জন করা সম্ভব। যা হবে মোহামেডানের বর্তমান পয়েন্ট থেকেও কম। যেই মোহামেডানকে ৮ ম্যাচে আবাহনী, বসুন্ধরা ও রহমতগঞ্জের মতো দলও হারাতে পারেনি। তাদেরকেই আজ মোকাবিলা করতে হবে টেবিলের অষ্টম স্থানে থাকা ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবের। আগের ৮ ম্যাচের মাত্র দু’টিতে জিততে পেরেছে ইয়ংম্যান্স। তাদের সেই জয় দুইটিও একেবারে তলানিতে থাকা দুই দল ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। স্বভাবতই তাই কুমিল্লায় শক্তিধর আর দুর্বল দলের মধ্যে লড়াই হবে। তবে ফুটবলে অসম্ভব বলে কোনো কথা নেই। শক্তির বিচারে ও হোম ভেন্যুতে ফেবারিট মোহামেডান, পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সম্ভাবনাটাও তাদেরই বেশি হলেও তাদের পয়েন্ট ছিনিয়ে নেয়ার চেষ্টা করতে পারে ইয়ংম্যান্স। কারণ লিগের শিরোপা রেসে এগিয়ে থাকতে মোহামেডানের পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার চাপ থাকলেও ইয়ংম্যান্সের হারানোর কিছু নেই। অন্যদিকে কিংস-ওয়ান্ডারার্সের লড়াইটিকেও অসমই বলতে হবে। চলতি মৌসুমে বসুন্ধরা আশানুরুপ সাফল্য না দেখাতে পারলেও কাগজে কলমে তারা শক্তিধর দলই গড়েছে। ১৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের চতুর্থ স্থানে আছে বসুন্ধরা। আজ জিততে পারলে একধাপ উন্নতি করে তৃতীয় স্থানে উঠার একটা সম্ভাবনা আছে তাদের। তবে তার মধ্যেও অনেক যদি-কিন্তুর সমীকরণ রয়েছে। কারণ তৃতীয় স্থানে থাকা রহমতগঞ্জেরও আজ ম্যাচ রয়েছে। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ পুলিশ ফুটবল ক্লাব। এই ম্যাচ জিততে পারলে রহমতগঞ্জের পয়েন্ট টেবিলে অবস্থানের কোন উন্নতী হবে না। তবে তাদের হবে ১৮ পয়েন্ট। আর যদি তারা পয়েন্ট হারায়, অর্থাৎ ম্যাচ হারে বা ড্র করে, তাহলে বসুন্ধরা জিতলে তৃতীয় স্থানে উঠতে পারবে।