ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

‘ছক্কা মারতে আলাদা পরিকল্পনা করি না’

‘ছক্কা মারতে আলাদা পরিকল্পনা করি না’

বিপিএলের চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছেন তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা এই তরুণ ওপেনার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন। শুধু তাই নয়, ইতোমধ্যে ১০ ম্যাচে ২৯টি ছক্কা মেরে ছাড়িয়ে গেছেন আরেক ব্যাটার তাওহীদ হৃদয়কেও। বিপিএলের এক মৌসুমে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তানজিদের দখলে। তবে তার সামনে এখনও চ্যালেঞ্জ হয়ে আছেন ব্যাটিং দানব খ্যাত ক্রিস গেইল। ক্যারিবীয় এই তারকাকে ছাড়িয়ে যাওয়া নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন জুনিয়র তামিম। গেইল ২০১৭-১৮ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ৪৭ ছক্কার রেকর্ড গড়েছিলেন। তানজিদের সেই রেকর্ড ভাঙতে হলে আরও ১৯ ছক্কা লাগবে। তামিম অবশ্য গেইলের রেকর্ড নিয়ে ভাবছেন না, ‘আমি কখনই এভাবে চিন্তা করি না। আমাদের সামনে দুটা ম্যাচ আছে, সেগুলো ভালোভাবে শেষ করাই আমাদের পরিকল্পনা। যদি রেকর্ড হয়, হয়ে যাবে। স্বাভাবিক খেলাটা খেলতে চাই।’ সহজাতভাবেই ছক্কা হাঁকাতে পারেন তামিম। এভাবে সহজ ভাবে ছক্কা মারার রহস্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এর কোনো রহস্য নেই। আমি স্বাভাবিকভাবেই এমন খেলি। অনুশীলনে নিজের শক্তির জায়গাগুলো নিয়ে কাজ করি এবং ম্যাচে যে ভুলগুলো হয়, তা শোধরানোর চেষ্টা করি। ছক্কা মারার জন্য কোনও আলাদা পরিকল্পনা করি না।’ এখন পর্যন্ত ১০ ম্যাচে তানজিদ করেছেন ৪২০ রান। ব্যাটিং গড় ৪৬.৬৬ এবং স্ট্রাইক রেট ১৪৩.৮৩। তিনটি হাফ সেঞ্চুরির সঙ্গে করেছেন একটি সেঞ্চুরি। চিটাগংয়ের বিপক্ষে অপরাজিত ৯০ রান করে সেঞ্চুরির সুযোগ মিস করলেও তানজিদ এতে হতাশ নন। তিনি বলেছেন, ‘ইনিংসটা শেষ করতে পেরেছি, এটাই আমার জন্য বড় বিষয়। সেঞ্চুরি না হলেও আমি সন্তুষ্ট।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত