আমিরাতের বিপক্ষে খেলবেন সাবিনারা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর উদযাপনের মেজাজেই ছিলেন মেয়েরা। কদিন আগে ক্যাম্পে ফিরেছেন তারা। এবার তাদের সামনে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় ফেরার দুয়ারও খুলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেয়েরা। চার মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারির শেষ দিকে এই দুটি প্রীতি ম্যাচ খেলার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন কিরণ। ‘ওরা (সংযুক্ত আরব আমিরাত) আমাদেরকে সম্মতি দিয়েছে ওরা আমাদের সাথে দুটি প্রীতি ম্যাচ খেলবে। দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রথম প্রীতি ম্যাচটি শুরু হবে আগামী ফেব্রুয়ারির শেষ দিকে, দ্বিতীয়টি হবে মার্চের শুরুতে। দুটি ম্যাচই ওদের ওখানে (সংযুক্ত আরব আমিরাতে) গিয়ে খেলতে হবে।’
গত ৩০ অক্টোবর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে নারী সাফের মুকুট ধরে রাখার পর ছুটি আর উৎসবের মেজাজে সময় কাটাচ্ছিলেন মেয়েরা। সাফ জয়ী কোচ পিটার জেমস বাটলারের সাথে আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় ক্যাম্পে ফেরার তাড়া ছিল না মারিয়া-আইরিনদের। এ মাসের মাঝামাঝি পিটারের সাথে চুক্তি সারে বাফুফে। এর পর থেকে শুরু হয়েছে ক্যাম্প। সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর অধীনে চলছে ফিটনেস চর্চা। জানুয়ারির শেষ দিকে ছুটি শেষ করে ঢাকায় ফিরবেন পিটার, তখন শুরু হবে মূল অনুশীলন।