ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

যুব জিমন্যাস্টিকসে কোয়ান্টামই সেরা

যুব জিমন্যাস্টিকসে কোয়ান্টামই সেরা

তারুণ্যের উৎসবে প্রথম জাতীয় যুব জিমন্যাস্টিক্সের পুরুষ ও নারী দুই বিভাগেই সেরা হয়েছে বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ। শেলটেকের পৃষ্ঠপোষকতায় গতকাল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে শেষ হওয়া দুই দিনব্যাপী খেলায় পুরুষ বিভাগে ২০০.৭২ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে কোয়ান্টাম। এই বিভাগে ১২৮ স্কোর করে প্রথম রানার্সআপ বিকেএসপি এবং ১০৮.৭০ স্কোরে দ্বিতীয় রানার্সআপ পিকেএসপি (পুবের গাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান)। সেরা জিমন্যাস্ট চ্যাম্পিয়ন দলের মংচিং প্রু ত্রিপুরা।

মেয়েদের বিভাগে ৯৪.৮০ স্কোরে চ্যাম্পিয়ন হয়েছে কোয়ান্টাম। ৮৯.৩৮ স্কোরে প্রথম রানার্সআপ বিকেএসপি এবং ৩৭.৩০ স্কোরে দ্বিতীয় রানার্সআপ দিনাজপুর। এই বিভাগের সেরা জিমন্যাস্ট বিকেএসপির বনফুলি চাকমা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে কাতারের উপ-রাষ্ট্রদূত মো. খালিদ আল মাদিদ। এ সময় ফেডারেশনের সহসভাপতি আহমেদুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত