ঢাকা ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

হলোটা কী বাংলাদেশের ক্রিকেটের?

হলোটা কী বাংলাদেশের ক্রিকেটের?

একটা সময় আইসিসির বর্ষসেরা নিয়মিত সদস্য ছিলেন সাকিব আল হাসান। কিন্তু দীর্ঘ দিন ধরেই দেশের জার্সি নেই এ অলরাউন্ডার। যার ছাপ পড়েছে এবারের আইসিসির বর্ষসেরা দলে। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে বাংলাদেশের কেউ নেই। বিশ্বমঞ্চে বাংলাদেশের এমন পরিণতি দেখে হতাশ ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। সাকিবকে নিয়ে এর আগে আকাশ চোপড়া বলেছিলেন ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা)। সেই সাকিব দলে না থাকায় নিজের ইউটিউব চ্যানেলে হতাশা প্রকাশ করে আকাশ চোপড়া বললেন, ‘আগে সাকিব ছিল। এখন বাংলাদেশ দলের নাম কোথাও দেখা যাচ্ছে না। আইসিসির বর্ষসেরার কোনো দলে বাংলাদেশের একজন ক্রিকেটারও নেই। বাংলাদেশ দলটা শেষ হয়ে গেছে।’ আকাশ বলেন ‘আমি ভাবছি বাংলাদেশের ক্রিকেটের হলোটা কী। সে নেই (সাকিব), দলটার নামই আর কোথাও পাওয়া যাবে না। খতম। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট- কোথাও কোনো বাংলাদেশি নেই। মাঠে ও মাঠের বাইরে তাদের শুধু পতনই হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক এটা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত