বিপিএলের চলতি আসরে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে স্পষ্ট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। বিসিবির দুর্নীতি দমন বিভাগ এরই মধ্যে তদন্তও শুরু করেছে। একাধিক সংবাদমাধ্যমোর খবর অনুযায়ী টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়সহ ৯ জন ক্রিকেটার আছেন এই তালিকায়। বিজয়ের দেশত্যাগের নিষেধাজ্ঞার খবরও রটে যায়।
এমন খবরে বিস্মিত হন বাংলাদেশি ব্যাটার। এ ব্যাপারে সারা দিনে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সন্ধ্যার পর বিসিবি সংবাদ বিজ্ঞিপ্তির মাধ্যমে জানিয়েছে, এই ধরনের কোনো সিদ্ধান্ত তারা কিংবা অ্যান্টি করাপশন ইউনিট নেয়নি। তারা বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করছে। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার এনামুল হক বিজয় দুর্নীতি দমন আইন সম্পর্কিত আইনি জটিলতায় কারণে ‘দেশের বাইরে ভ্রমণ বা দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। বিসিবি স্পষ্ট করে বলতে চায়, এনামুলের ওপর এই ধরনের কোনো ব্যবস্থা আরোপ করা হয়েছে বলে বিসিবি অবগত নয়।’
গতকাল শনিবার সকালে জানা যায়, বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর এই ক্রিকেটারকে যেন দেশ ছাড়তে দেয়া না হয়।
যদিও এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হলে সেটা তুলে নেয়া হবে শিগগির।
সন্ধ্যা হতেই জানা গেলো, এমন খবর গুজব ছাড়া আর কিছু নয়। বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই হাফসেঞ্চুরির সঙ্গে আছে একটি সেঞ্চুরি।