ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

বাটলারের ক্লাসে জুনিয়ররাই

বাটলারের ক্লাসে জুনিয়ররাই

ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার ও সাবিনা খাতুনসহ সিনিয়র ১৭ ফুটবলারের দ্বন্দ্ব যেন চরম আকার ধারন করেছে। একদিন আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করে অনুশীলন বয়কট করেন সিনিয়ররা। গতকাল শনিবারও সাবিনাদের পাননি কোচ। ফলে ১৩ জন জুনিয়র ফুটবলারকে নিয়েই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকালের অনুশীলন সারেন তিনি। দুপুরে কোচের অধিনে জিম সেশন করেন জুনিয়র ফুটবলাররা। এরা হলেন শাহেদা আক্তার রিপা, আফঈদা খন্দকার, আইরিন আক্তার, কোহাতি কিসকু, স্বপ্না রানী, ইয়ারজান বেগম, অর্পিতা, হালিমা আক্তার, আকলিমা, মুনকি আক্তার, প্রান্তী, সুরমা ও সুরভী আক্তার প্রীতি। অনুশীলন শেষে কোচ বাটলার বলেন, ‘পেশাদার দৃষ্টিতে আমি কাজ করে যাচ্ছি। যারা অনুশীলনে আসছে তাদের নিয়ে কাজ চলমান থাকবে। অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়েরা অনুশীলনে যোগ দিচ্ছে। আমি আশাবাদী সামনে তারাই দেশকে সার্ভিস দেবে।’ এই কথার মাধ্যমে তিনি মূলত সিনিয়র ফুটবলারদের বিকল্প তৈরির ইঙ্গিত দিলেন। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমি আজও (গতকাল) তাদের (নারী ফুটবলারদের) অনুরোধ করেছি ফুটবল ও দেশের স্বার্থে ফিরে (বয়কট অবস্থান থেকে) আসার জন্য।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত