ঢাকা রোববার, ০৯ মার্চ ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

তায়কোয়ান্দো ডিসপ্লে

তায়কোয়ান্দো ডিসপ্লে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারুণ্যের উৎসব চলছে দেশজুড়ে। ‘এসেরা দেশ বদলাই, পৃথিবী বদলাই’- স্লোগানে নানা খেলাধূলার আয়োজন করছে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন। তারই অংশ হিসাবে কুক্কিয়ন ব্ল্যাকবেল্ট পরীক্ষা, তায়কোয়ান্দো প্রদর্শনী ও উৎসবের আয়োজন করেছে তায়কোয়ান্দো ফেডারেশন। গত শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে ব্ল্যাকবেল্ট পরীক্ষা শেষে বেল্ট তুলে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ও ফেডারেশনের সদস্য রুজিনা সুলতানা। দিনব্যাপী আয়োজনে ১০টি ক্লাবের তিন শতাধিক তায়কোয়ান্দোকা অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত