মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকিতে গোল উৎসব চলছেই। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পাশাপাশি প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাচ্ছেন জেলার খেলোয়াড়রাও। গতকাল শুক্রবার দুটি ভেন্যুর চার খেলায় ৪১টি গোল হয়েছে। মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ঠাকুরগাঁও ১৮-০ গোলে কুমিল্লাকে বিধ্বস্ত করেছে।
ঠাকুরগাঁওয়ের হয়ে রানী আক্তার রিয়ামনি হ্যাটট্রিকসহ পাঁচ গোল, রেখামনি হ্যাটট্রিকসহ চারটি, রিতু রানী হ্যাটট্রিক করেন।
এই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে ঝিনাইদহ ৮-০ গোলে হারিয়েছে রংপুরকে। আট গোলের সবগুলোই করেন দুই খেলোয়াড়।
নাদিরা হ্যাটট্রিকসহ পাঁচটি এবং রিভা খাতুন হ্যাটট্রিক করেন। এদিকে বাংলাদেশ বিমান বাহিনী হকি মাঠে যশোরের মেয়েরা ১১-১ গোলে হারায় পটুয়াখালীকে। যশোরের সোনিয়া খাতুন ডাবল হ্যাটট্রিক করেন। এছাড়া প্রিয়া খাতুন হ্যাটট্রিক করেন।
পটুয়াখালীর হয়ে একগোল শোধ দেন পারভীন আক্তার। এই মাঠে দিনের আরেক ম্যাচে রাজশাহী ৩-০ গোলে দিনাজপুরকে হারিয়েছে। রাজশাহীর হয়ে মুনমুন রায়, তুলি খাতুন ও রুমি বিশ্বাস একটি করে গোল করেন।