ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

টানা চতুর্থ জয়ে শীর্ষে আবাহনী

টানা চতুর্থ জয়ে শীর্ষে আবাহনী

লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রায় সাত বছর ধরে শতকের দেখা নেই মুমিনুল হকের ব্যাটে।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে সুযোগ এসেছিল আক্ষেপ ঘুচানোর। সেদিকেই এগিয়ে যাচ্ছিলেন টেস্ট বিশেষজ্ঞ খ্যাত এই ব্যাটার। কাভারের ওপর দিয়ে চমৎকার ছক্কায় ৯২ রানে পৌঁছে গেলেন মুমিনুল। সম্ভাবনা জাগালেন সেঞ্চুরি খরা কাটানোর। কিন্তু পূর্ণতা দিতে পারলেন না তিনি।

পরের বলেই পায়ে লেগে বোল্ড হয়ে গেলেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান। মুমিনুল সেঞ্চুরি না পেলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী লিমিটেড। গতকাল শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮০ রানে জিতেছে আবাহনী লিমিটেড। ৩১১ রানের লক্ষ্যে ৭ উইকেট হারিয়ে ২৩০ রান করেছে পারেনি ব্রাদার্স।

নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের কছে হেরে যাত্রা শুরু করা আবাহনীর এটি টানা চতুর্থ জয়। ৫ ম্যাচের ৪ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে তারা। পাঁচ ম্যাচে ব্রাদার্সের জয় স্রেফ একটি। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১০ রান সংগ্রহ করে আবাহনী। ৩১১ রানের লক্ষ্য তাড়ায় নামলে ব্রাদার্সকে ২৩০ রানেই আটকে দেয় আবাহনী।

ব্যাটিংয়ে নেমে শুরুতে ধরে খেলতে না পারলেও দলের রানের লাগাম ধরার চেষ্টা করেন চারে নামা মো. মিথুন। ৮৬ বলে ৭১ রান করে মাঠ ছাড়লে দলের ব্যবধান আরো বাড়িয়ে দেন মুমিনুল হক।

আইছ মোল্লার বলে আউট হওয়ার আগে ৭৪ বলে ৯২ রান করেন তিনি। আবাহনীর হয়ে মাহফুজুর রাব্বি করেন ২৮ রান। তাতে ৩১০ রানে থামে নাজমুল হোসেন শান্তর দলটি। ব্রাদার্সের হয়ে ২ টি উইকেট নেন আল আমিন হোসাইন।

জবাবে ৩১১ রানের লক্ষ্য তাড়ায় মাঠে নেমে শুরুতে ভালো করলেও একজন বাদে দলের কেউ লম্বা ইনিংস খেলতে না পারায় ২৩০ রানে থামে ব্রাদার্স। অধিনায়ক মাইশুকুর রহমানের ৭৮ বলে ৮৪ রানের ইনিংসে ভর করে মোটামুটি পুঁজি তোলে তারা। দলকে আরেকটু এগিয়ে দেন তিনে নামা মিজানুর রহমান। ৫৩ বলে ৪৫ রান করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি তাদের। ৮০ রানের হার দিয়ে মাঠ ছাড়তে হয় দলকে। আবাহনীর হয়ে ২টি করে উইকেট তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মেহরাব হোসেন। নাহিদ রানা, মাহফুজুর রহমান নেন ১ টি করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত