তাসকিন-তানজিদদের প্রশংসায় শাকিব খান
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিল রিমার্ক হ্যারলান। যে প্রতিষ্ঠানটির ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খান। প্রথমবার ফ্র্যাঞ্চাইজি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শাকিব খানের দল মনোঃপুত পারফরম্যান্স পায়নি। সেরা চারে উঠতে পারেনি। প্রথম পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। আগামী বিপিএলেও দল নেয়ার ইঙ্গিত পাওয়া গেল শাকিব খানের কাছ থেকে। গতকাল রোববার রিমার্ক হ্যারল্যানের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাকিব খান। সেখানে নিজের বক্তৃতায় শাকিব খান বলেছেন, ‘নেক্সট বিপিএলে দেখা হবে, ভালোভাবেই দেখা হবে।’
শাকিব খানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের দুই তারকা তাসকিন আহমেদ এবং তানজিদ হাসান তামিম। এছাড়া তাসকিন-সাব্বিরকেও প্রশংসায় ভাসিয়েছেন শাকিব খান, ‘তাসকিন তো হিরো হয়ে গেছে। তাসকিনকে দেখে মনে হয়েছে, এক খেলায় বলটা একটু স্লো করো বাবা। পারলে তো টিভিটাই স্লো করে দেই। তানজিদও হিরো। আমার খুব পছন্দের। আমি দেখতাম যখন আমার টিমের খেলায়, যদিও হেরেছি অসুবিধা নেই। কিন্তু ওর ব্যাটিং দেখে আমার চমৎকার লাগত। আমাদের সাব্বির তো চমৎকার। এবার তো সিক্সের বন্যা বইয়ে দিয়েছে।’
অনুষ্ঠানে তাসকিন আহমেদকে চলচ্চিত্রের প্রস্তাব দেয়া হলে করবেন কিনা সেই প্রশ্ন উঠে আসে। শাকিব খান বেশ মজা করেন বলেন, ‘আমার সাথে হিরো হলে হবে না তাসকিনের। ওকে সলো হিরো বানাতে হবে।’ আর তাসকিনের উত্তর ছিল এরকম, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এসো।’