ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

এমবাপ্পের জোড়ায় গুরুত্বপূর্ণ জয় রিয়ালের

এমবাপ্পের জোড়ায় গুরুত্বপূর্ণ জয় রিয়ালের

ভিয়ারিয়ালের মাঠে প্রায় ২১ হাজার দর্শকের সামনে প্রথমেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। ৭ মিনিটে গোল হজম করার পর যেন জ্বলে উঠেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এরপর জোড়া গোল করলেন তিনি। সেই জোড়া গোলেই ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ এক জয় নিশ্চিত হলো রিয়ালের। এ জয়ে আপাতত শীর্ষে উঠেছে রিয়াল। ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়ালর জন্য এটা গুরুত্বপূর্ণ জয়- কারণ হলো, এক সময় তারাই শীর্ষে ছিল; কিন্তু মাঝে কিছু ম্যাচে পয়েন্ট হারিয়ে তারা চলে যায় পেছনে। এখন এই ম্যাচটাতেও যদি পয়েন্ট হারাতো, তাহলে হয়তো এবারের মৌসুমে শিরোপা জয়ের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যেতে হতো তাদের; কিন্তু এমবাপ্পের জোড়া গোলে সে বিপদে আর পড়তে হয়নি।

সপ্তম মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে দেন হুয়ান ফয়েথ। অ্যালেক্স বায়েনা কর্নার কিক নেন। সেই শটটি অরিলিয়েন চুয়ামেনির পা ছুঁয়ে চলে যায় হুয়ান ফয়েথের কাছে। খুব সহজেই কাছ থেকে রিয়ালের জালে বলটি জড়িয়ে দেন তিনি। ১০ মিনিট পর সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত