সোহানের সেঞ্চুরিতে জয়ে ফিরল ধানমন্ডি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরল ধানমন্ডি ক্রিকেট ক্লাব। নুরুল হাসান সোহানের দারুণ সেঞ্চুরিতে তারা ৯ উইকেটের বিনিময়ে ২৭৭ রান করে। এরপর সানজামুল ইসলামের দুর্বার স্পিনে ৯৭ রানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়েছে ধানমন্ডির ক্লাব। দুই ম্যাচ পর জয়ের দেখা পেল তারা। সোহানের ম্যাচসেরা পারফরম্যান্সে চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে তৃতীয় জয় পেয়েছে দলটি। গতকাল রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে পঞ্চম রাউন্ডের শেষ দিনের লড়াইয়ে শাইনপুকুরের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ধানমন্ডি। যদিও শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে দল পড়ে চাপে। তবে সেই চাপ সামলে নেয় তারা। এতে পুরো কৃতিত্বই মূলত অধিনায়ক সোহানের। ১৩১ বলে ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এছাড়া হাবিবুর রহমান ৪৫ এবং সানজামুল খেলেন ৪০ রানের ইনিংস।
শাইনপুকুরের বোলারদের মধ্যে রায়হান রাফসান ৪৫ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন।
এছাড়া দুটি করে উইকেট নেন রাফিউজ্জামান রাফি ও আলি মোহাম্মদ ওয়ালিদ। ধানমন্ডির দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ধস নামে শাইনপুকুরর ব্যাটিং লাইনআপে। ৪৩ রানের মধ্যেই হারিয়ে ফেলে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। এরপর কিছুটা লড়াই করেছেন রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বির। শাইনপুকুর ৪৫.৩ ওভারে ১৮০ রানে অলআউট হয়। রহিম ৪২ ও সাব্বির ৩৫ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন। ধানমন্ডিকে জেতাতে বল হাতে সানজামুল ৪৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।
তার স্পিনের জাদুতে একের পর এক উইকেট হারিয়ে পথ হারায় শাইনপুকুর। এছাড়া কামরুল ইসলাম রাব্বি নেন তিনটি উইকেট। দিনের আরেক ম্যাচে সহজ জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। বিকেএসপি ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের হয়ে ম্যাচ জেতানো সেঞ্চুরি উপহার দেন জাতীয় টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে বাঁহাতি ওপেনার সাদমান ১০৮ বলে ১১৫ রানের (১১ বাউন্ডারি ও ২ ছক্কা) হার না মানা ইনিংস উপহার দিলে ৭ উইকেটে জয় পায় অগ্রণী ব্যাংক।
অগ্রণী ব্যাংকের জন্য লক্ষ্য বড়ই ছিল। জিততে দরকার ছিল ২৬১ রানের। সাদমান একদিক আগলে রাখেন। এছাড়া অধিনায়ক ইমরুল কায়েস (৫৮ বলে ৬২), ওপেনার ইমরানউজ্জামান (২০ বলে ২৫) আর অভিজ্ঞ মার্শাল আইয়ুব অপরাজিত ৫৪ বলে ৩৪ রান করলে ৭ উইকেট আর ৩১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক। লিগে ৫ ম্যাচে অগ্রণী ব্যাংকের এটা তৃতীয় জয়। অন্যদিকে রূপগঞ্জ টাইগার্স একমাত্র দল হিসেবে ৫ ম্যাচের সবকগুলোতেই হারল।