ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শীর্ষে বার্সেলোনা

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শীর্ষে বার্সেলোনা

ফুটবল মাঠেও রচিত হয় গান, কবিতা কিংবা ছোট গল্প। মাঝে মাঝে সব ছাড়িয়ে হয় মহাকাব্য। এমনই এক প্রত্যাবর্তনের গল্প লিখল বার্সেলোনা। লা লিগায় বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল কাতালানরা। ৭১ মিনিট পর্যন্ত লিডটা ধরেও রাখে ডিয়েগো সিমিওনির দল। এরপরই ভোজবাজির মতো বদলে গেল সব। আতলেতিকোর রক্ষণ গুঁড়িয়ে জাদু দেখাতে লাগলেন বার্সা খেলোয়াড়রা। শেষ পর্যন্ত আতলেতিকোর গ্যালারি স্তব্ধ করে বার্সেলোনা ম্যাচটা জিতল ৪-২ গোলে। তাতে ফিরে পেল লা লিগার শীর্ষস্থানও। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। ২৮ ম্যাচে সমান ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। আতলেতিকো ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। আতলেতিকোর হয়ে ৪৫ মিনিটে হুলিয়ান আলভারেস আর ৭০ মিনিটে অপর গোলটি করেছিলেন আলেকজন্দার সরলথ। ৭২ মিনিটে রবার্ট লেভানদোস্কি আর ৭৮ মিনিটে ফেররান তরেসের গোলে সমতা ফেরায় বার্সা। এরপর ইনজুরি টাইমের দুই গোলে জিতে নেয় নাটকীয় এক ম্যাচ। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে লামিনে ইয়ামাল আর অষ্টম মিনিটে অন্য গোলটি করেন ফেররান তরেস। এবারের মৌসুমে আতলেতিকোর বিপক্ষে আগের দুবারের দেখায় ঘরের মাঠে জিততে পারেনি বার্সেলোনা। ডিসেম্বরে লা লিগার ম্যাচে প্রথমার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেছিল তারা। ৯৬তম মিনিটে আতলেতিকোর জয়সূচক গোলটি করেছিলেন সরলথ। আর গত মাসে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকেও বার্সা ম্যাচ ড্র করেছিল ৪-৪’এ। ৯৩তম মিনিটে আতলেতিকোকে ৪-৪- সমতায় ফেরান সেই সরলথ। তবে এবার ইনজুরি টাইমে আতলেতিকোর বুক ভাঙল বার্সা। ৪৪তম মিনিটে লেভানদোস্কির শট লেগেছিল পোস্টে। এরপরের মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। গ্রিয়েজমান-জুলিয়ান সিমিওনি হয়ে বল পেয়ে গোল করেন আলভারেস। ৭০তম মিনিটে গ্যালাঘারের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেছিলেন সরলথ, যা বার্সার বিপক্ষে তার টানা ছয় ম্যাচে গোল। এই মৌসুমে বদলি নেমে ৮ গোল করলেন তিনি যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ। অবশ্য গোলের আক্রমণ শুরুর সময় আতলেতিকোর মিডফিল্ডার রদ্রিগো দে পলের হাতে বল লেগেছিল। বার্সা খেলোয়াড়রা প্রতিবাদ করলেও ভিএআরে বদলায়নি সিদ্ধান্ত। এরপর থেকেই বার্সার প্রত্যাবর্তনের গল্প লেখা শুরু। ৭২ মিনিটে ইনিগো মার্তিনেসের ক্রস বক্সে বুক দিয়ে নামিয়ে গোল করেন রবার্ট লেভানদোস্কি, এবারের লা লিগায় এটা তার ২২তম গোল। রাফিনিয়ার ক্রসে নেয়া হেডে ৭৮ মিনিটে সমতা ফেরান তরেস। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া লামিনে ইয়ামালের শট আতলেতিকোর এক ডিফেন্ডারের গায়ে লেগে জড়ায় জালে। অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া শটে বার্সার জয় নিশ্চিত করেন তরেস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত