ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

স্বাধীনতা দিবস তায়কোয়ান্দো

স্বাধীনতা দিবস তায়কোয়ান্দো

ভাঙ্গাগড়া চলছে দেশের ক্রীড়া ফেডারেশন। যেসব কমিটিতে নতুন অ্যাডহক কমিটি হয়েছে, তারা ক্রীড়া পরিষদের বরাদ্দ পাচ্ছে। আর যেসব ফেডারেশনে কমিটি এখনো হয়নি, তাদের বরাদ্দ স্থগিত রয়েছে। তাই অনেক ক্রীড়া ফেডারেশনই খেলা গড়াতে পারছে না। এর মধ্যে ব্যতিক্রম তায়কোয়ান্দো ফেডারেশন। বিজয় দিবস, তারুণ্যের উৎসব এবং জাতীয় চ্যাম্পিয়নশিপের পর আজ তারা আয়োজন করেছে স্বাধীনতা দিবস তায়কোয়ান্দো প্রতিযোগিতা।

জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠেয় দিনব্যাপী প্রতিযোগিতায় দশটি করে জেলা ও ক্লাবের প্রায় তিন শতাধিক তায়কোয়ান্দোকা অংশ নেবেন। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আজমুল হক। বিকালে সেরা হাতে পুরস্কার তুলে দেবেন পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত