দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ধরাশায়ী হয়েছে ব্রাজিল। ভালো খেলার প্রত্যয় নিয়ে আর্জেন্টিনায় গিয়ে লজ্জাজনক হারকে সঙ্গী করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হেরেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। এমন হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে এই বড় ধাক্কা সত্ত্বেও, তিনি পরিস্থিতি বদলানোর বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। দলটির অধিনায়ক মারকিনহোসও ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।
ম্যাচ শেষে ব্রাজিল কোচ বলেন, ‘(হারের) সম্পূর্ণ দায় আমার। আর্জেন্টিনা আমাদের চেয়ে শ্রেয় ছিল, সবদিক থেকেই শ্রেয়।’ এরপর তিনি দুঃখ প্রকাশ করেন। ব্রাজিল কোচ মনে করেন, আর্জেন্টিনার এই জয় প্রাপ্য ছিল। তিনি বলেন, ‘এমন পরিস্থিতি ব্যাখ্যা করা খুব কঠিন এবং জটিল। আমরা এক মুহূর্তের জন্যও আমাদের খেলাটা খেলতে পারিনি। আর্জেন্টিনার এই জয় প্রাপ্য ছিল।’ এমন এক হার ব্রাজিলকে ভীষণভাবে আঘাত করেছে উল্লেখ করেছে দরিভাল জুনিয়র আরও বলেন, ‘এটা স্বাভাবিক।
এই ধরনের ফল আমাদের খুব কষ্ট দিয়েছে। আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি।’ এ পরাজয়ের ফলে, ১৪ ম্যাচের পর বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল চতুর্থ স্থানে রয়েছে। তাদের পয়েন্ট ২১। অন্যদিকে আর্জেন্টিনা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এবং দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে। এদিকে ব্রাজিলিয়ান টিভি গ্লোবোকে দেয়া সাক্ষাৎকারে মারকিনহোস বলেন, ‘আমরা যা করেছি, তা আর কখনও হতে দেয়া যাবে না। এই মুহূর্তে কথা বলা কঠিন... এটা লজ্জাজনক।’ তিনি আরও বলেন, ‘আমরা খুব খারাপভাবে ম্যাচ শুরু করেছি, আমাদের সামর্থ্য ও সক্ষমতার অনেক নিচে পারফরম্যান্স করেছি। ওরা (আর্জেন্টিনা) এখন দুর্দান্ত ফর্মে আছে। অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলছে। তারা বুদ্ধিমত্তার সঙ্গেও খেলেছে। আমাদের সমর্থকদের জন্য আমি দুঃখিত।’
ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র দায়িত্ব নেয়ার পর থেকে ১৬ ম্যাচের মধ্যে মাত্র ৭টিতে জয় পেয়েছেন। এখন পর্যন্ত তিনি ব্রাজিলের সমর্থকদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। তবে মারকিনহোস মনে করেন, কেবল কোচের দোষ দেয়া ঠিক হবে না, ‘এটা শুধু কোচের দোষ নয়, আমাদেরও (খেলোয়াড়দের) দোষ আছে। ফুটবলে কোনো গোপন জাদু নেই, যেখানে একটা সিদ্ধান্ত নিলেই সব ঠিক হয়ে যাবে।
আমাদের সবাইকে আরও ভালো করতে হবে। নিজেদের ভুল স্বীকার করতে হবে।’ আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানের হার ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম লজ্জাজনক। নিকট অতীতে আলবিসিলেস্তাদের কাছে এতো বড় ব্যবধানে কখনও হারেনি সেলেসওরা। সবশেষ তারা ১৯৫৯ সালে কোপা আমেরিকার ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল। ৬৬ বছর পর সেইরকম এক বড় হারের তিক্ত স্বাদ নিল ডরিভাল জুনিয়রের শিষ্যরা।