ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চ্যাম্পিয়ন্স লিগ

অ্যাতলেতিকো ম্যাচ নিয়ে বিতর্ক

অ্যাতলেতিকো ম্যাচ নিয়ে বিতর্ক

চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড-অব-১৬ তে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে অশোভন আচরণের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের ৪ ফুটবলার। তারা হলেন- ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপে, অ্যান্টোনিও রুডিগার ও দানি সেবাইয়োস। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। রাউন্ড-অফ-১৬-এর প্রথম লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাতলেতিকো ১-০ ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করে। ফলে দুই লেগ মিলিয়ে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ২-২ সমতা। ম্যাচের ফল বেরিয়ে আনতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে পেনাল্টি শুটআউট হয়। সেখানে স্বাগতিক অ্যাতলেতিকোকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় রিয়াল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত