আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানাকে এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের মধ্যে পিএসএলের পুরো মৌসুম খেলার অনুমতি পেয়েছেন লিটন। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজে থাকবেন না তিনি। লেগ স্পিনার রিশাদ হোসেনও পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছেন। তিনি অবশ্য টেস্ট সিরিজের দলে নেই। তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে পেসার নাহিদ রানাকে আংশিক এনওসি দেয়া হয়েছে। রানা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে তারপর পিএসএলে যোগ দেবেন।
গত ১৩ জানুয়ারি পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে উইকেটকিপার-ব্যাটার লিটনকে নেয় করাচি কিংস। আর লেগ স্পিনার রিশাদকে লাহোর কালান্দার্স এবং রানাকে নেয় পেশোয়ার জালমি। টেস্ট সিরিজ ও পিএসএল দুটিই কাছাকাছি সময়ে শুরু হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বাংলাদেশ দলের প্রস্তুতিপর্ব। ২০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত চলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
আর পিএসএল চলবে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত।