ঢাকা রোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈদে ফিলিস্তিনের জন্য হামজার মন কাঁদছে

ঈদে ফিলিস্তিনের জন্য হামজার মন কাঁদছে

জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ আল হুসাইন যখন ঘোষণা দেন, গত রোববার ঈদুল ফিতর উদযাপন হবে, তখন ফিলিস্তিনিদের উৎসবে মেতে ওঠার কথা ছিল, কিন্তু যুদ্ধ আর ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে গাজার মুসলমানদের এখন ঈদের আয়োজন বাদ দিয়ে বেঁচে থাকার মধ্যেই আনন্দ খুঁজতে হচ্ছে। এমন পরিস্থিতিতে হামজার মন কাঁদছে ফিলিস্তিনের জন্য! সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ফেসবুক ও ইনস্টাগ্রামে ঈদ উদযাপনের কয়েকটি ছবি দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। যেখানে ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঈদের নামাজ পড়ার মুহূর্তের একটি ছবি রয়েছে। এছাড়া একটি ছবিতে তাকে বেশ খোশমেজাজে এবং অন্যটিতে তার হাতে একটি বিশেষ ব্রেসলেট পরিহিত দেখা যায়। কালো ফিতার সেই ব্রেসলেটে সংযুক্ত রয়েছে লকেট আকারের ছোট একটি ফিলিস্তিনি পতাকা।

দুটি ছবিতেই সেই পতাকাটি দেখা গেলেও, তৃতীয় ছবিটি তা আরও স্পষ্ট করে দিয়েছে। বলার অপেক্ষা রাখে না যে, ঈদ উৎসবের মাঝেও হামজার মন কাঁদছে ফিলিস্তিনের জন্য! এছাড়া কালো পাঞ্জাবি পরিহিত হামজার হাতের নিচে ছিল ফিলিস্তিনের ‘কেফিয়াহ’ নামক কালো ও সাদা রঙের ঐতিহাসিক একটি স্কার্ফ। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলারদের প্রতিবাদ ছিল শুরু থেকেই। তবে মাঠে পতাকা ওড়ানোর রীতিটা চালু করার অন্যতম অগ্রদূত বাংলাদেশি তারকা ফুটবলার হামজা। সেই সময় তিনি জানিয়েছিলেন, গ্যালারিতে এক ব্যক্তির হাতে ফিলিস্তিনের পতাকা দেখে ম্যাচ জিতলে মাঠেই ওড়ানোর পরিকল্পনা ছিল তার। পরে স্টেডিয়ামের একজন নিরাপত্তারক্ষীকে দিয়ে তিনি সেই পতাকা আনিয়ে নেন। অমানবিকতার শিকার হওয়া ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তখন ব্যাপক প্রশংসা কুড়ান হামজা ও ফ্রান্সের ডিফেন্ডার ওয়েসলি ফোফানা। তখনও বাংলাদেশি হিসেবে খেলার স্বীকৃতি পাননি, বয়সও ছিল এখনকার চেয়ে কয়েক বছর কম।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা গায়ে হেঁটে খবরের শিরোনাম হয়েছিলেন ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এর খানিক আগেই তিনি এফএ কাপের শিরোপা জিতলেন লেস্টার সিটির হয়ে। তখনই বোঝা গিয়েছিল দখলদার ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে হামজার। এবারের ঈদুল ফিতরেও তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে স্মরণ করেছেন। হামজার এমন ছবি পোস্ট দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। ফেসবুকে হাফিজ হাসান জামান লিখেছেন, পবিত্র দিনে ফিলিস্তিনকে স্মরণ করা দেখে আপনার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে গেল। মুস্তাফিজুর নামে আরেকজন লিখেছেন, এমন আইডল ফুটবলার তো আমরাও চেয়েছিলাম অনেক আগে থেকে। ধন্যবাদ প্রিয় খেলোয়াড় হামজা চৌধুরী। আপনার জন্য শুভকামনা রইল আপনার সুস্বাস্থ্য কামনা করি। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হয়েছে। ওই সময় থেকে নিহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত