টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে উড়িয়ে দেয়ার পর ওয়ানডে সিরিজেও সমান দাপট দেখালো নিউজিল্যান্ড। কিউইদের সঙ্গে বিন্দুমাত্র লড়াই করতে না পারা পাকিস্তানকে দেখালো ছোট দলের মতন। অথচ আইপিএলের কারণে নিয়মিত অধিনায়কসহ প্রথমসারির কয়েকজন তারকাকে ছাড়া খেলতে নেমেছিলো ব্ল্যাকক্যাপসরা। গতকাল বুধবার হ্যামিলটনে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড জিতেছে ৮৪ রানের বড় ব্যবধানে। এতে এক ম্যাচ আগেই নিশ্চিত হয়ে গেছে সিরিজ। আগে ব্যাটিং পেয়ে মিচেল হেয়ের ৭৮ বলে ৯৯ রানে ২৯২ রান করে কিউইরা। জবাবে জ্যাকব ডাফি, বেন সিয়ার্স, উইল ও’রোর্কদের তোপে পাকিস্তান আটকে গেছে ২০৮ রানে। অবশ্য ফাহিম আশরাফ, নাসিম শাহ শেষ দিকে রান না করলে তিন অঙ্কের আগেই থামত পাকিস্তান। পাকিস্তানকে গুঁড়িয়ে ৫৯ রানে ৫ উইকেট নিয়ে কিউদের সেরা বোলার সিয়ার্স। বড় রান তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৩২ রানেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। প্রথম ৫ ব্যাটারের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, আঘা সালমানদের ব্যর্থতার দিনে প্রতিরোধ গড়েন ফাহিম আশরাফ। তবে তাইব তাহির, মোহাম্মদ ওয়াসিমরা তেমন সঙ্গ দিতে না পারায় ৭২ রানে পড়ে ৭ উইকেট। হারিস রউফকে নিয়ে ২১ রান যোগ করেন ফাহিম। পেরুনো ফিফটি। হারিস ও’রোর্কের বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছাড়লে আকিফ জাভেদ এসে টিকেছেন ৭ বল। ২ চারে ৮ করে তার বিদায়ে আরও একা হয়ে যান ফাহিম। ব্যবধান কমানো ছাড়া তার অবশ্য খুব বেশি কিছু করারও ছিল না। সেই চেষ্টায় নাসিম শাহকে নিয়ে নবম উইকেটে সবচেয়ে বড় জুটি পান ফাহিম। ৫৬ বলে যোগ করেন ৬০ রান। ৮০ বলে ৭৩ করা ফাহিমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সিয়ার্স। ৪৪ বলে ৫১ করা নাসিমকে থামিয়ে নিজের পঞ্চম শিকার ধরে ম্যাচও শেষ করে দেন সিয়ার্স।