ঢাকা রোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

‘বিদায়ের ভাবনা কখনও মাথায় আসেনি’

‘বিদায়ের ভাবনা কখনও মাথায় আসেনি’

দুই লেগ মিলিয়ে অনেকটা সময় পর্যন্ত এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। উত্তেজনাও ততটা ছিল না। তবে আট মিনিটের মধ্যে যখন দুই গোল খেয়ে বসে তার, কোপা দেল রে থেকে বিদায়ের চোখ রাঙানি তখন তাদের সামনে। তবে এই রিয়াল মাদ্রিদ তো শেষের আগে শেষ হওয়ার নয়, বিশেষ করে খেলাটা যখন সান্তিয়াগো বার্নাবেউয়ে! চেনা আঙিনায় আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে ওঠার পর কার্লো আনচেলত্তি বললেন, বিদায়ের ভাবনা কখনোই মাথায় আসেনি তার। সেমিফাইনালের ফিরতি লেগে গত মঙ্গলবার ষোড়শ মিনিটে রিয়াল মাদ্রিদের জালে বল পাঠিয়ে প্রথম লেগের ব্যবধান ঘুচিয়ে ফেলে রিয়াল সোসিয়েদাদ। ৩০তম মিনিটে এন্দ্রিকের গোল দুই লেগ মিলিয়ে এগিয়ে দেয় রিয়ালকে। তবে ৭২তম মিনিটে রিয়াল ডিফেন্ডার ডাভিড আলাবার আত্মঘাতী গোল ও ৮০তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের লক্ষ্যভেদে ম্যাচে সোসিয়েদাদ এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। জবাব দিতে অবশ্য বেশি সময় লাগেনি স্বাগতিকদের। ৮২তম মিনিটে জুড বেলিংহ্যাম ও ৮৬তম মিনিটে অঁহেলিয়া চুয়ামেনির গোলে স্কোরলাইন ৩-৩ করে ফেলে তারা। দুই লেগ মিলিয়ে এগিয়ে তখন তারাই। এরপরই আবার নাটকীয়তা। যোগ করা সময়ে ওইয়ারসাবালের দ্বিতীয় গোলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আর পেরে ওঠেনি সফরকারীরা। ১১৫তম মিনিটে স্কোরলাইন ৪-৪ করে ফেলেন আন্টোনিও রুডিগার।

প্রথম লেগে ১-০ গোলের জয় রেয়ালকে ফাইনালে পৌঁছে দেয় ৫-৪ গোলের অগ্রগামিতায়। ম্যাচের পর আনচেলত্তির কণ্ঠে যেমন ফুটে উঠল লক্ষ্য পূরণ হওয়ার উচ্ছ্বাস, তেমনি খেলোয়াড়দের প্রতি সবসময় আস্থা রাখার কথা বললেন তিনি। ‘আমরা আজ আমাদের লক্ষ্য অর্জন করেছি, যেটা ছিল ফাইনালে পৌঁছানো। এটা নিয়ে ভাবার খুব বেশি সময় নেই। কিছু ভুল এবং অনেক ভালো কিছু মিলিয়ে বিনোদনদায়ী এক ম্যাচ হয়েছে। শেষ পর্যন্ত আমরা ফাইনালে উঠতে পেরেছি। কখনোই ভাবিনি, আমাদের বিদায় নিতে হবে, কারণ বের্নাবেউয়ে যে কোনো কিছু ঘটতে পারে। যখন পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপার থাকে, আমরা কখনোই হাল ছাড়ি না, বিশেষ করে ঘরের মাঠে, যেখানে আমাদের পাশে সমর্থকরা থাকে।’ রিয়ালের দ্বিতীয় ও তৃতীয় গোল হজম করায় দায় ছিল আলাবার। তবে অস্ট্রিয়ান ডিফেন্ডারকে দোষ দিতে নারাজ আনচেলত্তি। তিনি প্রশংসা করলেন দলের আক্রমণভাগেরও। ‘এক ম্যাচে চার গোল হজম করা ভালো নয়। তবে আক্রমণভাগে আমরা যা করেছি, তা ভুলে গেলে চলবে না, রিয়ালের (সোসিয়েদাদ) বিপক্ষে চার গোল করা এত সহজ নয়। আমার মনে হয় আমরা বেশ ভালো খেলেছি।’ ২০১৩-১৪ মৌসুমের পর পর কেবল একবার কোপা দেল রের শিরোপা জিততে পেরেছে রেয়াল (২০২২-২৩ মৌসুমে)। এবার শিরোপা লড়াইয়ে আগামী মাসে বার্সেলোনা অথবা আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে ইউরোপের সফলতম দলটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত