বিএমও স্টেডিয়ামের বাতাসে ছিল শীতলতা, কিন্তু গ্যালারির উন্মাদনা ছিল আগুনের মতো। কারণ? লিওনেল মেসি মাঠে ছিলেন। পুরোপুরি বিক্রি হয়ে যাওয়া টিকিট, রাতের দেরি হওয়া কিক-অফ, ঠান্ডা আবহাওয়া কিছুই আটকাতে পারেনি ভক্তদের। চোট কাটিয়ে মাঠে ফেরার পর এবার শুরুর একাদশে ফিরলেন মেসি। খেললেন গোটা ম্যাচ। তবে দু-একটি ঝলক দেখানো ছাড়া ম্যাচজুড়ে নিজের ছায়া হয়ে রইলেন আর্জেন্টাইন তারকা। ব্যর্থ হলো তার দল ইন্টার মায়ামিও। এ ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক তরুণ নাথান অর্ডাজ। মেজর লিগ সকারের (এমএলএস) উঠতি প্রতিভা ২১ বছর বয়সী অর্ডাজের একমাত্র গোলেই ইন্টার মায়ামিকে ১-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে লস অ্যাঞ্জেলস এফসি।
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এই জয় তাদের এগিয়ে রাখলো। গতকাল বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১২টার একটু আগে শেষ হওয়া ম্যাচে ঘরের মাঠে লস অ্যাঞ্জেলসের জয়ের নায়ক নাতান ওর্দাজ।
২১ বছর বয়সী মার্কিন ফরোয়ার্ড প্রায় ২৪ গজ দূর থেকে দুর্দান্ত গড়ানো শটে ম্যাচের ভাগ্য গড়ে দেয়া গোলটি করেন। চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল মায়ামি।
চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর গত রোববার বদলি হিসেবে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। সেদিন মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোল করে দলকে জেতান মায়ামি অধিনায়ক। তবে লস অ্যাঞ্জেলসের বিপক্ষে একরকম নিষ্প্রভই ছিলেন তিনি। এর মধ্যেই অবশ্য দুই দফায় গোলে শট নিয়েছিলেন মেসি।
তবে তার দুটিসহ মায়ামির তিনটি শট ফিরিয়ে দেন লস অ্যাঞ্জেলসের গোলকিপার ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা উগো লরিস। নিস্তরঙ্গ প্রথমার্ধে কোনো দলই খুব প্রভাব বিস্তার করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ধার বাড়ায় লস অ্যাঞ্জেলস। কিছু সুযোগ তেরি করে তারা। তবে বাধা হয়ে দাঁড়ান মায়ামির গোলকিপার অস্কার উস্তারি। ৫৭তম মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে চকিতে ঘুরে পাশে থাকা একজনকে ছিটকে একটু সামনে এগিয়ে শট নেন ওর্দাজ।