ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

ফাইনালে বার্সেলোনা

ফাইনালে বার্সেলোনা

দুই দলের আগের দুটি সাক্ষাতে অনেক গোলের দেখা মিললেও এবার আর তেমন কিছু হলো না। প্রথম আধা ঘণ্টায় পাওয়া গোল বাকি সময়ে আগলে রাখল বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে তিন মৌসুম পর কোপা দেল রের ফাইনালে উঠল কাতালান দলটি। স্থানীয় সময় গত বুধবার রাতে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় সেমি-ফাইনালের ফিরতি লেগে ফেররান তরেসের একমাত্র গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় শেষ ধাপে পৌঁছে গেছে হান্সি ফ্লিকের দল। আগামী ২৬ এপ্রিল ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ২০১৪ সালের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে ক্লাসিকো মহারণ। গত ফেব্রুয়ারিতে শেষ চারের প্রথম লেগে শুরুর ৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা, কিন্তু শেষ দিকে দুই গোল খেয়ে জয় হাতছাড়া করে তারা, ৪-৪ ড্র। অবশ্য গত মাসে লা লিগার ম্যাচে আতলেতিকোর মাঠে ৭১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে ৪-২ ব্যবধানে জেতে ফ্লিকের দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত