ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর আগমনে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশের ফুটবল সমর্থকরা। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে লাল সবুজ দলকে হতাশ করেননি তিনি। স্বাগতিকদের কাছ থেকে ঠিকই এক পয়েন্ট আদায় করে নিয়েছে জামাল ভূঁইয়ারা। তার প্রভাব পড়েছে র্যাংকিংয়েও। ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে। অপরদিকে এক ধাপ পিছিয়েছে ভারত।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গতকাল বৃহস্পতিবার পুরুষ ফুটবল দলের র্যাংকিং প্রকাশ করেছে। যেখানে দুই ধাপ এগিয়ে ১৮৩ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৫.১৬ পয়েন্ট যোগ হয়েছে তাদের নামের পাশে। তাতে ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে ডমিনিকা ও ব্রুনেই দারুস সালামকে টপকে ১৮৩ নম্বরে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দল। সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে জামাল ভূঁইয়াদের সঙ্গে ম্যাচ খেলা ভারত এক ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে রয়েছে। গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। হামজা চৌধুরীকে নিয়ে দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। এবার ফিফা র্যাংকিংয়েও সেই স্বীকৃতি মিলল। আগে থেকেই ভারত বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র্যাংকিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। ভারত লম্বা সময় পর অনুশীলন ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিতলেও বাংলাদেশের সঙ্গে ড্র করে ১.৯৭ পয়েন্ট হারিয়েছে। ১১৩২.০৩ পয়েন্ট নিয়ে তারা ১২৬ থেকে ১২৭ এ নেমেছে। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে। তাদের হারাতে পারলে ১০ জুলাই পরবর্তীতে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের সামনে রয়েছে দুই ধাপ নেমে যাওয়া মালদ্বীপ (১৬৪)। র্যাংকিং অপরিবর্তিত রয়েছে নেপাল (১৭৫) ও ভুটানের (১৮২)। তবে লাল সবুজদের পেছনে রয়েছে পাকিস্তান (১৯৮) ও শ্রীলঙ্কা (২০০)।
সবমিলিয়ে চলতি মাসে নানা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের ফলে বেশ কয়েকটি দলই র?্যাংকিংয়ে উন্নতি করেছে। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা, যারা গুরুত্বপূর্ণ দুটি জয় পেয়েছে উরুগুয়ের মাঠে ১-০ এবং ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে ৪-১ ব্যবধানে। তবে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন। যারা ফ্রান্সকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফরাসিদের হারের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে স্প্যানিশরা। আর ইংল্যান্ড চতুর্থ এবং ব্রাজিল শীর্ষ পাঁচে অবস্থান ধরে রেখেছে। এছাড়া, পর্তুগালকে সাতে ঠেলে নেদারল্যান্ডস এক ধাপ এগিয়ে ষষ্ঠ উঠে এসেছে। বেলজিয়াম অষ্টম, ইতালি নবম এবং জার্মানি দশম স্থানে থেকে নিজেদের শীর্ষ দশের অবস্থান বজায় রেখেছে। ক্রোয়েশিয়া দুই ধাপ এগিয়ে একাদশ স্থানে আছে। মরক্কোও এগিয়েছে দুই ধাপ। দ্বাদশ স্থানে থেকে শীর্ষ পর্যায়ের তালিকায় প্রবেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে দলটি। তবে র?্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার। সাত ধাপ এগিয়ে ১৬২তম স্থানে আছে তারা, যারা এই মাসে সর্বোচ্চ অগ্রগতি অর্জন করেছে।