পিসিবি চেয়ারম্যানকে কামরান আকমল
পদত্যাগ করে বিদায় নিন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ড সফরে বাজে পারফরম্যান্সে পাকিস্তানের একের পর এক হারে ক্ষুব্ধ কামরান আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক এই কিপার-ব্যাটসম্যান। জাতীয় দলের অবস্থার উন্নতি করতে না পারলে নাকভিকে তার পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আইপিএল ও অন্যান্য কারণে নিয়মিত ক্রিকেটারদের অনেককে ছাড়াই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলছে নিউ জিল্যান্ড। তাদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান হারে ৪-১ ব্যবধানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেও তারা হেরে গেছে বড় ব্যবধানে, ৭৩ ও ৮৪ রানে, প্রথম ম্যাচে শেষ দিকে আর দ্বিতীয় ম্যাচে প্রথম দিকে ধসে পড়ে তাদের ব্যাটিং। এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত দুটি ওয়ানডে বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা।