ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

এসিসির নতুন সভাপতি পিসিবির মোহসিন নকভি

এসিসির নতুন সভাপতি পিসিবির মোহসিন নকভি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মোহসিন নকভি। তিনি আগামী ২ বছর এই দায়িত্ব পালন করবেন। নকভি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান শাম্মি সিলভার স্থলাভিষিক্ত হলেন। গত বৃহস্পতিবার বিকেলে অনলাইনে অনুষ্ঠিত এসিসি’র বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে পাকিস্তান এশিয়ার ক্রিকেটকে আরও প্রসারিত ও শক্তিশালী করার নেতৃত্ব দেবে। নতুন নেতৃত্বের মাধ্যমে এশিয়ান ক্রিকেটের বিকাশ ও সংহতি আরও বাড়বে।’

২০২৪ সালের প্রথম প্রান্তিকে মোহসিন নকভি পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে পাকিস্তান তিনটি স্টেডিয়ামের সংস্কার করেছে এবং ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য হাইব্রিড মডেল গ্রহণ করে। ক্রিকেট ছাড়াও প্রশাসনিক ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে। তিনি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন এবং পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী ছিলেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর মোহসিন নকভি বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এশিয়া বিশ্ব ক্রিকেটের প্রাণকেন্দ্র এবং আমি সব সদস্য দেশের সঙ্গে কাজ করে এশিয়ান ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চাই।’ তিনি বলেন, ‘একসঙ্গে কাজ করে আমরা নতুন সুযোগ সৃষ্টি করব, পারস্পরিক সহযোগিতা বাড়াব এবং এশিয়ান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাব। এছাড়া, বিদায়ী সভাপতি শাম্মি সিলভাকে তার অসামান্য নেতৃত্ব ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত