ঢাকা শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

জাকার্তায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে হকি দল

জাকার্তায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে হকি দল

এএইচএফ কাপ হকিতে খেলতে ১৪ এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় যাবে জাতীয় হকি দল। ১৮ এপ্রিল কাজাখস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের শিরোপা মিশন শুরু হবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে প্রস্তুতির আড়ালে বিদেশি দলের বিপক্ষে ম্যাচ না খেলার আক্ষেপ রয়েছে। বি-গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, শ্রীলংকা এবং থাইল্যান্ড। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক মাস ধরে ক্যাম্প চললেও বাইরের দলের বিপক্ষে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। যেখানে প্রতিযোগিতায় ওমান হলো বড় প্রতিপক্ষ। প্রস্তুতি ম্যাচ খেলতে না পারার আক্ষেপ নিয়ে দলের কোচ মামুনুর রশীদ, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে।

তবে দেশের বাইরের দলের বিপক্ষে ম্যাচ খেলতে পারলে সেটা আরও ভালো হতো। এরই মধ্যে আমরা দেশে বিমান বাহিনীর বিপক্ষে ৫টি ম্যাচ খেলছি।’ কোচ যোগ করেন, ’ইন্দোনেশিয়ায় আগে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু ওখানে সিঙ্গাপুর কিংবা অন্য কাউকে পাওয়া সম্ভব নয়। উজবেকিস্তান তো সাড়া দিচ্ছে না। আশা করছি, এটা বড় কোনো সমস্যা হবে না। এই টুর্নামেন্টে আমরা সব সময় সেরা সাফল্য পেয়েছি। এবারও লক্ষ্য একই থাকছে।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘জাকার্তায় আগে ভাগে গিয়ে ছেলেদের জন্য দুয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা আমরা ভাবছি। কথাও হয়েছে দুয়েকটি দলের সঙ্গে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত