বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন তামিম ইকবাল। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক। মৃত্যুর দুয়ার থেকে ফিরে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে অবস্থায় করছেন দেশের সর্বকালের অন্যতম সেরা এ ওপেনার। পুরোপুরি সুস্থ হতে আরও সময়ের প্রয়োজন হবে।
ক্রিকেটে আদৌ ফিরতে পারবেন কিনা কিংবা ফিরলেও সেটি কবে- সেই বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য নেই। এই অবস্থায় চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বাকি ম্যাচগুলো তামিমকে ছাড়াই খেলতে হবে মোহামডোন স্পোর্টিং ক্লাবকে। তামিমের বদলে বাকি ম্যাচগুলোয় নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। প্রায় দেড় সপ্তাহের বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।
ডিপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে বিরতিতে গিয়েছিল মোহামেডান। দলটিকে শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। তবে ঈদের আগে শেষ ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। এরপর দ্রুত তার অস্ত্রোপচারও করা হয়েছে। এরই মধ্যে তামিম হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খেলার মতো অবস্থায় নেই। ফলে বিকল্প নেতৃত্ব বেছে নিচ্ছে মোহামেডান।
দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন গণমাধ্যকে জানিয়েছেন, ‘চলতি প্রিমিয়ার লিগে তামিম ইকবালের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছেন তাওহীদ হৃদয়। শেষ ম্যাচেও সে দায়িত্ব পালন করেছে। শেষ পর্যন্ত মোহামেডানের অধিনায়কত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়ই। দায়িত্ব পেয়ে গতকাল শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন নতুন অধিনায়ক। সেখানে হৃদয় বলছিলেন, ‘চ্যালেঞ্জ সব সেক্টরে আছে আপনার প্রফেশনে আছে, আমার প্রফেশনেও আছে। তো চেষ্টা করব আমি এটা এনজয় করার জন্য এবং চেষ্টা করব দলের জন্য যতটুকু পারব এই দিকটাতে কন্ট্রিবিউট করার জন্য।’ অসুস্থায় তামিম সরে গিয়েছেন। সামনে মোহামেডানের অনেক খেলোয়াড় যোগ দিবেন জাতীয় দলের অনুশীলনে।
এ নিয়ে হৃদয় বলেন, ‘প্রথমত এটা আমাদের হাতে নেই, যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু কন্ট্রোলে আছে। এর ভেতর থেকে আমাদের সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বিগ বাজেটের দল, এখনো বিগ বাজেটের দল আছে।’ তামিমের ইনজুরির পর হৃদয় পুরো ব্যাপারটা দেখছেন নতুনদের সুযোগের মঞ্চ হিসেবে, ‘হয়তো দুই একটা খেলোয়ার অন-অফ আছে। জাতীয় দলের খেলা রয়েছে আশা করছি, আমাদের যারা ব্যাকআপ আছে তাদের জন্য একটা পজিটিভ সাইন হবে এটা। তারাও তো খেলোয়াড়, তাদের তো সুযোগ দরকার। আমরা চেষ্টা করব তারা যখনই যে অবস্থায় সুযোগ আসবে, তারা জন্য কাজে লাগাতে পারে সুযোগটা।’