ঢাকা রোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

সংস্কারের পর প্রথম ক্রীড়া দিবস আজ

সংস্কারের পর প্রথম ক্রীড়া দিবস আজ

ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাস্টিস্ট সরকারের পতনের পর নতুন বাংলাদেশে প্রথম জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হবে আজ। ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধূলার মানোন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত হচ্ছে এবারের ক্রীড়া দিবস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল দেশি ও আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন, বোর্ড, ক্রীড়া সংগঠকসহ সকলেই দিবসটি পালন করবে। দিবসটি উপলক্ষ্যে সকাল ৯টায় ওসমানি স্মৃতি মিলনায়তন থেকে র‌্যালি শুরু হয়ে বাংলাদেশ সচিবালয়ের প্রধান গেটের সামনে থেকে ঘুরে জিরো পয়েন্ট হয়ে জাতীয় স্টেডিয়ামে শেষ হবে। ঢাকা মহানগরে অবস্থিত সুবিধাবঞ্চিত অনূর্ধ্ব-১৭ শিশুদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও ফাইনাল খেলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাকি খেলাগুলো মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে হবে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে প্রতিপাদ্য বিষয়ের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে। প্রত্যেক বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা দিবসটি উদযাপনের জন্য র‌্যালি, আলোচনা সভা ও প্রীতি ম্যাচের আয়োজন করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত