ব্যাংক অব নিংবো ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে খেলতে আজ রাতে চীনে যাচ্ছেন পাঁচ সদস্যের বাংলাদেশ দল। যেখানে চারজন শাটলার ও একজন কোচ রয়েছে। ৮-১৩ এপ্রিল নিংবো শহরে অনুষ্ঠিত হবে এই আসর।
চীনগামী শাটলাররা হলেন- খন্দকার আবদুস সোয়াদ, মোয়াজ্জেম হোসাইন অহিদুল, আল আমিন জুমার ও উর্মি আক্তার। কোচ কাম ম্যানেজার হিসাবে যাচ্ছেন রাইসুল আলম খান। ফেডারেশনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘আমাদের জন্য এটা অনেক বড় টুর্নামেন্ট। এই আসরে খেলতে হলে আগে যোগ্যতা অর্জন করতে হয়। আমাদের ছেলে-মেয়েরা তা করে দেখিয়েছে। এখন তারা মূল পর্বে অংশ নিতে যাচ্ছে।’
টুর্নামেন্টের দ্বৈত ও মিশ্র দ্বৈতে খেলবে বাংলাদেশ। দ্বৈতে অহিদুল ও জুমার এবং মিশ্র দ্বৈতে জুমার ও উর্মি খেলবে। তবে একক ইভেন্টে সোয়াদ ও উর্মিকে কোয়ালিফাইং রাউন্ড খেলতে হবে।